অলিয়ার রহমান,কেশবপুর প্রতিনিধিঃ
যশোরের কেশবপুরে হরিহর নদ ও বুড়িভদ্রা নদীর কচুরিপনা অপসারণসহ সংস্কারের দাবিতে এবং নদীর জায়গা দখলকারী ভূমিদস্যুদের বিরুদ্ধে স্মারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার বিকেলে নাগরিক সমাজের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট ৬ দফা দাবিতে ওই স্মারকলিপি প্রদান করা হয়েছে।
স্মারকলিপিতে নদীর উৎস মুখ থেকে সংস্কারের মাধ্যমে হরিহর নদ ও বুড়িভদ্রা নদীতে প্রবাহ সৃষ্টি, দীর্ঘদিন জমাকৃত কচুরিপনা অপসারণ, অবৈধভাবে নদীর জায়গা দখলকারী ভূমিদস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, হরিহর নদ ও বুড়িভদ্রা নদীর পলি অপসারণ, ২৭ বিলের পানি অপসারণ এবং অবৈধভাবে বিলের পানির উত্তোলনকারী ঘের মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উল্লেখ করা হয়েছে।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, উপজেলা নাগরিক সমাজের সভাপতি অ্যাডভোকেট আবু বকর সিদ্দিকী, সম্পাদক স্বপন কুমার মন্ডল, সৈয়দ আকমল আলী, দিলীপ মোদক, শওকত হোসেন প্রমুখ।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা তুহিন হোসেন বলেন, নাগরিক সমাজের পক্ষ থেকে একটি স্মারকলিপি পেয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। #
                                
                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                
                                            
                                            
                                            
                                            
                                            
আপনার মূল্যবান মতামত দিন: