গজারিয়া সাবেক ছাত্রলীগের নেতা আবুল কাশেম এর জন্মদিন পালিত

ওসমান গনি গজারিয়া প্রতিনিধিঃ | প্রকাশিত: ১৬ মে ২০২৩ ২৩:০০

ওসমান গনি গজারিয়া প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৬ মে ২০২৩ ২৩:০০

ফটো:নিউজ প্রতিনিধি

 মুন্সিগঞ্জর গজারিয়া উপজেলা সাবেক জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও যুগ্ন আহবায়ক ও উপজেলা আওয়ামী লীগের নেতৃত্ব প্রত্যাশী আবুল কাশেম এর বর্ণাঢ্য আয়োজনে জন্মদিন পালন করেছে।

জন্মদিন উপলক্ষে সাবেক ছাত্রলীগের আবুল কাশেমকে গজারিয়া আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতা কর্মীরা পুষ্পমাল্য অর্পণ করে। এসময় উপজেলা যুবলীগ নেতা আজিজুল হক পার্থ, টেঙ্গারচর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান দুলাল, টেঙ্গারচর ইউনিয়ন পরিষদের সদস্য মাহফুজ রহমান রিপন, উপজেলা ছাত্রলীগের সাবেক কার্যকরী সদস্য পারভেজ আহমেদ সুমন, উপজেলা ছাত্রলীগের নেতা তাফসিরুল কোরআন শান্ত, ছাত্র লীগের গজারিয়া সরকারি কলেজ শাখার সাবেক সভাপতি ইলিয়াস সরকার, গজারিয়া উপজেলা সেচ্ছাসেবক লীগের নেতা ফয়সাল আহমেদ বাবু, আওয়ামী লীগ নেতা আবু তালেব, যুবলীগ নেতা শান্তসহ আরোও অনেকে উপস্থিত ছিলেন।

ছাত্র লীগের সাবেক নেতা আবুল কাশেম প্রধানের বলেন, উপজেলার আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ আজ যারা আমার জন্মদিনে ফুলের শুভেচ্ছা জানিয়েছে তাদের সবাই কে অভিনন্দিত এবং তাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি।

পরে নেতা কর্মীদের উপস্থিততে জামালদী বাস স্ট্যান্ড সংলগ্ন তার ব্যক্তিগত অফিসে কেক কাটা শেষে নেয়ামত শুকরিয়া রেষ্টুরেন্টে খাওয়ার আয়োজন করে এবং বিশেষ মোনাজাত করা হয়।




আপনার মূল্যবান মতামত দিন: