মহাম্মাদপুর উপজেলায় কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৯ এপ্রিল ২০২২ ১৬:৫৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯ এপ্রিল ২০২২ ১৬:৫৩

ছবি সমসাময়িক
রাশেদ রেজা, মাগুরা প্রতিনিধি।।মাগুরার মহম্মদপুরে উপজেলা কৃষি অফিসের আয়োজনে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়েছে। আজ শনিবার সকালে কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে এই সার ও বীজ প্রদান করা হয়। উপজেলার ১১শত ৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উফশী আউশ ধানের বীজ ও সার বিতরণ। প্রদানকৃত বীজের মধ্যে রয়েছে ব্রি ধান ৪৮, ব্রি ধান ৮৫ এবং বিনা ধান ১৯। প্রত্যেক কৃষকের মাঝে ২০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার এবং ৫ কেজি উচ্চ ফলনশীল আউশ ধানের বীজ প্রদান করা হয়েছে। সার ও বীজ ববিতারণ অনুষ্ঠানে উপ-সহকারী কৃষি কর্মকর্তা মৃণাল কান্তী দাস এর সঞ্চালনায় ও মহম্মদপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুস সোবহান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রামানন্দ পাল। এ সময় মহম্মদপুর সদরের ইউপি সদসস্য তানজির সোহাগ, সহকারী কৃষি কর্মকর্তা আকবর হোসেন, মাহাবুব রহমান, এমলাচুর রহমান, খাঁন হাসিবুল হাসান, রমজান হোসেন, ঊমর খাঁন, নকিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মূল্যবান মতামত দিন: