রাশেদ রেজা, মাগুরা প্রতিনিধি।।মাগুরার মহম্মদপুরে উপজেলা কৃষি অফিসের আয়োজনে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
আজ শনিবার সকালে কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে এই সার ও বীজ প্রদান করা হয়। উপজেলার ১১শত ৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উফশী আউশ ধানের বীজ ও সার বিতরণ।
প্রদানকৃত বীজের মধ্যে রয়েছে ব্রি ধান ৪৮, ব্রি ধান ৮৫ এবং বিনা ধান ১৯। প্রত্যেক কৃষকের মাঝে ২০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার এবং ৫ কেজি উচ্চ ফলনশীল আউশ ধানের বীজ প্রদান করা হয়েছে।
সার ও বীজ ববিতারণ অনুষ্ঠানে উপ-সহকারী কৃষি কর্মকর্তা মৃণাল কান্তী দাস এর সঞ্চালনায় ও মহম্মদপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুস সোবহান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রামানন্দ পাল।
এ সময় মহম্মদপুর সদরের ইউপি সদসস্য তানজির সোহাগ, সহকারী কৃষি কর্মকর্তা আকবর হোসেন, মাহাবুব রহমান, এমলাচুর রহমান, খাঁন হাসিবুল হাসান, রমজান হোসেন, ঊমর খাঁন, নকিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
