গাজীপুর মহানগর যুবদলের মত বিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৬ এপ্রিল ২০২২ ০৪:৫৭

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬ এপ্রিল ২০২২ ০৪:৫৭

ছবি সমসাময়িক
টঙ্গী প্রতিনিধি।। গাজীপুর মহানগর যুবদলকে গতিশীল ও সুসংগঠিত করার লক্ষে মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল (৫ এপ্রিল) মঙ্গলবার সকালে কলেজ গেট এলাকায় মহানগরের থানা ও ওয়ার্ডের নেতা কর্মীদের উপস্থিতিতে এই সভার আয়োজন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক মোঃ সাজেদুল ইসলাম ও সদস্য সচিব মাহমুদ হাসান রাজু,মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মো সুমন ও মহানগরের অন্তর্ভুক্ত সকল থানার আহ্বায়ক,সদস্য সচিব উপস্থিত ছিলেন। এ সময় সাজেদুল ইসলাম বলেন, মামলা ও হামলার ভয় না করে গাজীপুর মহানগর যুবদলের নেতৃত্ব সকলেই কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মেনে সামনে যে কোনো আন্দোলনে সংগ্রামে প্রস্তুত থাকতে হবে। সবাইকে ঐক্য বদ্ধ ভাবে কাজ করতে হবে।


আপনার মূল্যবান মতামত দিন: