টঙ্গী প্রতিনিধি।। গাজীপুর মহানগর যুবদলকে গতিশীল ও সুসংগঠিত করার লক্ষে মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গতকাল (৫ এপ্রিল) মঙ্গলবার সকালে কলেজ গেট এলাকায় মহানগরের থানা ও ওয়ার্ডের নেতা কর্মীদের উপস্থিতিতে এই সভার আয়োজন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক মোঃ সাজেদুল ইসলাম ও সদস্য সচিব মাহমুদ হাসান রাজু,মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মো সুমন ও
মহানগরের অন্তর্ভুক্ত সকল থানার আহ্বায়ক,সদস্য সচিব উপস্থিত ছিলেন।
এ সময় সাজেদুল ইসলাম বলেন, মামলা ও হামলার ভয় না করে গাজীপুর মহানগর যুবদলের নেতৃত্ব সকলেই কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মেনে সামনে যে কোনো আন্দোলনে সংগ্রামে প্রস্তুত থাকতে হবে। সবাইকে ঐক্য বদ্ধ ভাবে কাজ করতে হবে।