মণিরামপুরে যুবদলের নেতা কাজী ইমরান জামিনে মুক্তি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২১ ০৪:৫৫

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২১ ০৪:৫৫

ছবি সমসাময়িক

মণিরামপুর (যশোর) প্রতিনিধি।।

যশোরের মণিরামপুরে যুবদল নেতা কাজী ইমরানকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১৪ নভেম্বর) দিবাগত মধ্যরাতে মণিরামপুর থানা ও ডিবি পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে জুড়ানপুর গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করে। সোমবার (১৫ নভেম্বর) বিকালে তাকে আদালতে হাজির করেছে পুলিশ। মণিরামপুর থানার ওসি (সার্বিক) নূর-ই-আলম সিদ্দীকি যুবদল নেতা ইমরানকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। মণিরামপুর থানার সেকেন্ড অফিসার দীপক দত্ত বলেন, হোগলাডাঙা এলাকায় মারামারির একটি মামলায় কাজী ইমরানকে গ্রেফতার করা হয়েছে। গত মঙ্গলবার (৯ নভেম্বর) রাতে হোগলাডাঙা বাজারে নৌকার বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ও হরিদাসকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর কবীর লিটন হামলার শিকার হন। পরের দিন সেই ঘটনায় থানায় মামলা হয়। সেই মামলায় ইমরান গ্রেফতার হয়েছেন। গ্রেফতারের পর সোমবার (১৫ নভেম্বর) বিকালে আদালতে হাজির করা হলে জামিনে মুক্তি লাভ করেন সাবেক এই ছাত্রনেতা। বর্তমান কাজী ইমরান মণিরামপুর পৌর যুবদলের যুগ্ম আহবায়ক।


আপনার মূল্যবান মতামত দিন: