মণিরামপুর পৌর নির্বাচনে নৌকার পক্ষে মাঠে নেমেছেন আ.লীগ নেতা- এস এম ইয়াকুব আলী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৩ জানুয়ারী ২০২১ ০৯:১৫

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ জানুয়ারী ২০২১ ০৯:১৫

ছবি সমসাময়িক

মণিরামপুর (যশোর) প্রতিনিধি।।

আসন্ন মণিরামপুর পৌরসভা নির্বাচনে নৌকার জন্য ভোট চাইলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সাবেক নির্বাহী সদস্য ও যশোর সিটি প্লাজার চেয়ারম্যান এস এম ইয়াকুব আলী। শনিবার পৌর শহরের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণের মাধ্যমে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ কাজী মাহামুদুর হাসানকে নৌকায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নে ধারা অব্যাহত রাখতে সকল নেতা-কর্মীসহ সকলের প্রতি আহবান জানান। দলের মধ্যে কোন বিভেদ না রেখে আগামী ৩০ জানুয়ারী নির্বাচনে বিপুল ভোটের মাধ্যমে নৌকার বিজয় নিশ্চিত করে গনতন্ত্রের মানষ কন্যা জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিতে হবে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আমজাদ হোসেন লাভলু, সাবেক ছাত্রনেতা সন্দীপ ঘোষ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী টিটো, আওয়ামীলীগ নেতা তারেক মির্জা, মিজানুর রহমান রেন্টু, আতিয়ার রহমান, ছাত্রলীগ নেতা মুর্শিদ হাসান ইমন, রিপন হোসেন, আওয়াল, সজীব হাসান, রায়হান আলম দ্বীপসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


আপনার মূল্যবান মতামত দিন: