মণিরামপুর কাকতালীয় ঘটনা! বর্তমান কাউন্সিলরা কেহই পাননি 'উটপাখি' ৬ জন পেয়েছেন পানির বোতল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২ জানুয়ারী ২০২১ ০৬:৩৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ জানুয়ারী ২০২১ ০৬:৩৩

ছবি সমসাময়িক
  মোঃ আব্বাস উদ্দীন,মণিরামপুর।। মণিরামপুর পৌরসভা নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দে জানা গেছে,সাধারন কাউন্সিলর পদে বর্তমান কাউন্সিলরদের ৮ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অসুস্থ্যতা জনিত কারণে ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর বসু মোল্লা এবার নির্বাচন করছেন না। বর্তমান কাউন্সিলর ১নং-(হাকোবা) ওয়ার্ডের মোহাম্মদ আজিম(পানির বোতল),২নং-(মহাদেবপুর-গাংড়া-জয়নগর) ওয়ার্ডে গোপাল মল্লিক(পানির বোতল),৩নং- (মণিরামপুর) ওয়ার্ডে গৌর কুমার ঘোষ(পানির বোতল),৪নং-(দূর্গাপুর-স্বরুপদাহ) ওয়ার্ডে আব্দুর রহমান(পানির বোতল),৫নং-(তাহেরপুর) ওয়ার্ডে মফিজুর রহমান(পানির বোতল),৬নং-(জুড়ানপুর-বিজয়রামপুর আংশিক) ওয়ার্ডে জামসেদ আলী(টেবিল ল্যাম্প),৭নং-(মোহনপুর) ওয়ার্ডে কামরুজ্জামান(ডালিম), ৮নং-(কামালপুর-মোহনপুর আংশিক) ওয়ার্ডে বাবুল রহমান(পানির বোতল) প্রতীক পেয়েছেন। অার যারা উটপাখি মার্কা পেয়েছেন তারা অধিকাংশই নবীন ও নতুন মুখ! উটপাখি মার্কার প্রার্থীরা হলেন- ১নং-(হাকোবা) ওয়ার্ডে আনিসুর রহমান(উট পাখি),২নং-(মহাদেবপুর-গাংড়া-জয়নগর) ওয়ার্ডে সুমন কুমার দাস (উট পাখি),৩নং- (মণিরামপুর) ওয়ার্ডে বাবুলাল চেীধুরী (উট পাখি),৪নং-(দূর্গাপুর-স্বরুপদাহ) ওয়ার্ডে মহসিন হোসেন (উটপাখি), ৫নং-(তাহেরপুর) ওয়ার্ডে আসাদুজ্জামান মোড়ল(উট পাখি), ৬নং-(জুড়ানপুর-বিজয়রামপুর আংশিক) ওয়ার্ডে আব্দুল কুদ্দুস(উট পাখি), ৭নং-(মোহনপুর) ওয়ার্ডে রফিকুল ইসলাম (উট পাখি),৮নং-(কামালপুর-মোহনপুর আংশিক) ওয়ার্ডে ইমন আহমেদ হায়দার (উট পাখি) এবং ৯নং-(বিজয়রামপুর) ওয়ার্ডে আয়ুব পাটোয়ারী(উট পাখি) প্রতীক পেয়েছেন।


আপনার মূল্যবান মতামত দিন: