
স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর)।। যশোরের মনিরামপুরে আসন্ন ৩০শে জানুয়ারি পৌরসভা নির্বাচনে ভোট ডাকাতি প্রতিহত কারার কঠোর নির্দেশনা প্রদানের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে আজ। শুক্রবার বিকেলে দলিয় কার্যালয়ের পাশে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন থানা বিএনপির সভাপতি মেয়র প্রার্থী অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন। ছাত্রদল নেতা ওলিয়ার রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, সাধারন সম্পাদক আবদুল হাই, থানা বিএনপির সহসভাপতি মুক্তিযোদ্ধা আকতার হোসেন খান, যুগ্ম সম্পাদক কাউন্সিলর প্রার্থী মফিজুর রহমান, যুব বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, সদর ইউপি চেয়ারম্যান নিস্তার ফারুক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুবদল নেতা খান শফিয়ার রহমান, মুক্তার হোসেন, আব্বাস উদ্দিন, তৌহিদুল ইসলাম রনি, ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মামুন, এনামুল কাদির, কামরুজ্জামান প্রমুখ। প্রতিষ্ঠা বার্ষিকীতে ছাত্রদলের নেতাকর্মীরা আসন্ন পৌরসভা নির্বাচনে ভোটডাকাতি প্রতিহত করার দীপ্ত শপথ গ্রহন করার সত্যতা নিশ্চিত করেন থানা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক নিস্তার ফারুক।

আপনার মূল্যবান মতামত দিন: