মনিরামপুরে চাঁদা ও দখলবাজির অভিযোগে বিএনপির সভাপতি বহিষ্কার

মনিরামপুর প্রতিনিধি।। | প্রকাশিত: ২২ মার্চ ২০২৫ ২০:১৬

মনিরামপুর প্রতিনিধি।।
প্রকাশিত: ২২ মার্চ ২০২৫ ২০:১৬

ফাইল ফটো।

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর)।। যশোরের মনিরামপুরে হরিদাসকাটি ইউনিয়নের তিন নং ওয়ার্ড বিএনপির সভাপতি আরজান হোসেনকে বহিষ্কার করা হয়েছে। উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আসাদুজ্জামান মিন্টু স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে গতকাল শনিবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আসাদুজ্জামান মিন্টু জানান, সম্প্রতি হরিদাসকাটি এলাকায় তিন নং ওয়ার্ড বিএনপির সভাপতি আরজান হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজি, ঘের দখল, সরকারি গাছ কাটা, অবৈধ মাটি কাটা ছাড়াও সংখ্যালঘু পরিবারের এক ব্যক্তিকে নির্যাতনের অভিযোগ ওঠে। এতে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়। ফলে উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেনের নির্দেশে সাংগঠনিক সম্পাদক খান শফিয়ার রহমানকে দায়িত্ব দেওয়া হয় বিষয়টি তদন্তের পর প্রতিবেদন দাখিল করতে।

খান শফিয়ার রহমান তদন্ত করে অভিযোগের সত্যতা পেয়ে শনিবার বিকেলে প্রতিবেদন দাখিল করেন। ফলে সন্ধ্যায় সভাপতি এবং সাধারন সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ জরুরী সভা করে আরজান হোসেনকে বহিষ্কার করেন। আরজান হোসেন জানান, বহিষ্কারের কথা তিনি শুনেছেন। তবে কপি হাতে পাননি।

উল্লেখ্য গত ১৯ মার্চ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদুল বারী রবুর উপস্থিতিতে মনিরামপুর উপজেলা বিএনপির জরূরী মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় হুশিয়ারি দেওয়া হয় বিএনপির যেকোন নেতাকর্মীর বিরুদ্ধে চাঁজাবাজি, দখলবাজিসহ সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ প্রমানিত হলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে। এ ঘোষনার পর মাত্র তিনদিন পর প্রথম এ বহিষ্কার করা হলো আরজান হোসেনকে।




আপনার মূল্যবান মতামত দিন: