মনিরামপুর প্রতিনিধি।।
মনিরামপুর উপজেলার সদর ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে বুধবার সন্ধায় বাকোশপোল মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে জাকজমকের মাধ্যমে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। কেক কাটা পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্জ্ব ইয়াকুব আলী গাজী। ইউনিয়ন যুবলীগের সভাপতি নিশাত করিবের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের পরিচালনায় অন্যান্যের মধ্য বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগনেতা দ্বীন ইসলাম, হরেন দাস, বজলুর রহমান, আতিয়ার রহমান, বিল্লাল হোসেন, যুবলীগের সাধারন সম্পাদক নাজমুল, যুবলীগনেতা মন্জুর আলম, সুফিযান, রহিম, ইব্রাহিম, শাহাআলম, মিলন, ছাত্রলীগনেতা মাহবুর, রাকিব, রাসেল প্রমূখ।
                                    
        
                                                                                                                
                                            
                                                                        
                                    
                                    
                                
                                    
                                    
                            
                                
                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                
                                            
                                            
                                            
                                            
                                            
আপনার মূল্যবান মতামত দিন: