মণিরামপুরে আ’লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিউজ ডেস্ক।। | প্রকাশিত: ২৩ জুন ২০২৪ ১৫:৫০

নিউজ ডেস্ক।।
প্রকাশিত: ২৩ জুন ২০২৪ ১৫:৫০

ফাইল ফটো।

মোঃ শাহ্ জালাল।। সততা আর আদর্শই বঙ্গবন্ধুর শক্তি ছিল। সেই আদর্শের পথ ধরেই আজ উন্নয়নের মহাসড়কে দেশকে এগিয়ে নিচ্ছেন সময়ের সাহসী কাণ্ডারি, বাংলাদেশের মুক্তি সংগ্রামের অগ্নিবীণা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ আওয়ামী লীগ মাটি ও মানুষের দল। জনগণই আওয়ামী লীগের মূল শক্তি। বক্তারা আরো বলেন, আওয়ামী লীগ শুধু ক্ষমতায় থেকে মানুষের কল্যাণ কাজ করেছে তা নয়, ৭৫ বছরের পথ চলায় বেশিরভাগ সময়ই ক্ষমতায় না থাকলেও দলটি জনগণের পাশে দাঁড়িয়েছে। আওয়ামী লীগই একমাত্র রাজনৈতিক দল যেকোনো দুর্যোগে এবং সংগ্রামে নেতৃত্ব দিয়েছে। মণিরামপুরে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনকালে বক্তারা এসব কথা বলেন।

রবিবার (২৩ জুন) সকালে উপজেলা আওয়ামীলীগের পুরাতন কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর পৌরশহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা। সব শেষে উপজেলা পরিষদের হলরুমে দোয়া অনুষ্ঠান শেষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন হয়েছে।

আওয়ামী লীগ নেতা আবুল কালাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সম্মানিত নির্বাহী সদস্য মণিরামপুর আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এস এম ইয়াকুব আলী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম মজিদ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাসেম আলী, মনিরামপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু সন্দীপ ঘোষ, পৌরসভার সাবেক কাউন্সিলর গৌর কুমার ঘোষ, বীর মুক্তিযোদ্ধা হেরমোত আলী, অধ্যক্ষ মিলন ঘোষাল, সাবেক উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সমুআলাউদ্দীন, প্রভাষক আলাউদ্দিন, পৌর কাউন্সিলর আদম আলী, খানপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিলন, শ্যামকুড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, যুবলীগ নেতা আবুল কালাম, শ্যামকুড় ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক আহাদুল করিম, উপজেলা কৃষক লীগের সভাপতি আবুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান রকি, সহ-সভাপতি মাহাবুর রহমান, সাধারণ সম্পাদক রমেশ দেবনাথ, যুগ্ন সাধারণ সম্পাদক এস এম বাপ্পি, ইউপি সদস্য রফিকুল ইসলাম বুলু, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা শরিফুল ইসলাম, মাহাবুর রহমান প্রমুখ।




আপনার মূল্যবান মতামত দিন: