
অলিয়ার রহমান,কেশবপুর প্রতিনিধিঃ
যশোরের কেশবপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে কৃষকলীগের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার দিবসটি উপলক্ষে উপজেলা কৃষকলীগের উদ্যোগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলা কৃষকলীগের সভাপতি সৈয়দ নাহিদ হাসানের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা। প্রধান বক্তা ছিলেন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র দত্ত। বক্তব্য দেন উপজেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হরি গোপাল বসু, নাজমুল আলম, পৌর কৃষক লীগের সভাপতি আশরাফুজ্জামান, সাধারণ সম্পাদক গোলাম ফারুক বাবু প্রমুখ। দোয়া পরিচালনা করেন কৃষক লীগ নেতা আলমগীর হোসেন। #

আপনার মূল্যবান মতামত দিন: