
৬ ডিসেম্বর যশোর মুক্ত দিবস উপলক্ষ্যে ও দেশব্যাপী বিএনপি-জামায়াত কর্তৃক সরকার বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আমজাদ হোসেন লাভলু সভাপতিত্ব করেন। সাবেক ছাত্রনেতা সন্দ্বীপ ঘোষের পরিচালনায় সমাবেশে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম, কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির নির্বাহী সদস্য এস এম ইয়াকুব আলী, উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম মজিদ, উপজেলা শ্রমিকলীগের আহবায়ক বাবুল করিম বাবলু, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিকাইল হোসেন, আওয়ামীলীগ নেতা অন্তত দেবনাথ, যুবলীগ নেতা শিপন সরদার, উপজেলা মহিলা লীগের সভাপতি রীতা পাড়ে, মহিলা নেত্রী মাজেদা খাতুন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান রকি, সহসভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক রমেশ দেবনাথ প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নের্তৃত্বে দেশ যখন উন্নয়নের মহাসড়কে অবস্থান করছে। ঠিক সে সময় বিএনপি-জামায়াত দেশে নৈরাজ্য সৃষ্টি ও বিদেশে কোটি কোটি টাকা বিনিয়োগ করে লবিষ্ট নিয়োগের মাধ্যমে দেশ বিরোধী ষড়যন্ত্র করছে।

আপনার মূল্যবান মতামত দিন: