
আজ ৩০ মে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাত বার্ষিকী। তিনি ছিলেন মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও ক্ষুধামুক্ত বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা। দেশের অন্যতম জনপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা ও আধুনিক বাংলাদেশের রূপকার। জিয়াউর রহমান ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যের হাতে নির্মমভাবে শহীদ হন। দেশের সর্বস্তরের মানুষের কাছে তিনি ‘শহীদ জিয়া’ বলেই পরিচিত। শোকাবহ এই দিনটির স্মরণে টঙ্গী পশ্চিম থানা বিএনপির উদ্যোগে আলোচনা সভা,দোয়া মাহফিল ও দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করা হয়।
গতকাল সোমবার দুপুরে টঙ্গীর বড় দেওড়া মুদাফা খলিল মার্কেট কালাইচান মাজারে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
এ সময় শহীদ প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের স্মৃতিচারণ ও তার সুদীর্ঘ জীবনের কর্মকান্ডের উপর বক্তৃতারা আলোচনা করেন।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপি আহ্বায়ক আলহাজ্ব সালাহ উদ্দিন সরকার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব শওকত হোসেন সরকার, গাজীপুর মহানগর সেচ্ছাসেবক দলের সভাপতি আরিফ হোসেন হাওলাদার, মহানগর যুব দলের সাবেক সাধারণ সম্পাদক হাজী জসিম উদ্দিন ভাট, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সভাপতি ও ৫৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব শেক মো. আলেক, সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলম, টঙ্গী পশ্চিম থানা যুব দলের আহ্বায়ক সাবেক ভিপি আসাদুজ্জামান নূর, পূর্ব থানা যুব দলের আহ্বায়ক সরাফাত হোসেন, টঙ্গী পশ্চিম থানা সেচ্ছা সেবক দলের আহ্বায়ক আবু বক্কর, টঙ্গী পশ্চিম থানা ছাত্র দলের সদস্য সচিব মো. বুলবুল , প্রভাবশালী যুগ্ম আহ্বায়ক মাসুম শিকদার সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন ওয়ার্ডের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাখফেরাত কামনা ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কমানায় দেশ বাসীর কাছে দোয়া চেয়ে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে খাবার বিতরণ করা হয়।

আপনার মূল্যবান মতামত দিন: