
মাগুরা জেলা বিএনপি কতৃক আয়োজিত পদ্মা সেতু নির্মাণ নিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সংশয়-উক্তির সমালোচনায় প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ সমাবেশের করেছে দলটি।
দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার দুপুরে শহরের ইসলামপুর পাড়াস্থ দলীয় কার্যালয়ে জেলা বিএনপি আহ্বায়ক আলি আহমেদের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির শিশু বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী।
মাগুরা জেলা বিএনপি’র সদস্য সচিব আকতার হোসেনের সঞ্চালনায় জেলা বিএনপি আয়োজিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন খান, আহসান হাবিব কিশোর, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন, পৌর বিএনপির আহ্বায়ক মাসুদ হাসান কিজিল সহ প্রমুখ নেতৃবৃন্দ।
বক্তারা প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনার পাশাপাশি নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়ে বক্তব্য রাখেন।
সমাবেশে জেলার চার উপজেলা থেকে আগত বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

আপনার মূল্যবান মতামত দিন: