
আজ শনিবার (১৪ মে) সকালে মাগুরা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে রাজধানীর বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিএনপির জাতীয় ঐক্যের ডাক জনগণের সঙ্গে নতুন তামাশা ছাড়া কিছু নয়।
তিনি বলেন, যারা তাদের দলের চেয়ারপারসনের মুক্তির জন্য দেখার মতো একটা মিছিল সমাবেশ করতে পারেনি, তাদের মুখে সরকার পতনের আন্দোলন হাস্যকর।
নিজের দলে আগে ঐক্য ফিরিয়ে আনার আহবান জানিয়ে বিএনপি মহাসচিবকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন, শেখ হাসিনার অপ্রতিরোধ্য অগ্রযাত্রার কারণে আজকে অনেকেই সংকটে পড়েছে।
৭ বছর পরে অনুষ্ঠিতব্য মাগুরার ঐতিহাসিক নোমানি ময়দানে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন মাগুরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আ ফ ম আবদুল ফাত্তাহ। উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ, আবদুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মাগুরা-১ আসনের সংসদ সাইফুজ্জামান শিখর, মাগুরা-২ আসনের ড. শ্রী বীরেন শিকদার সহ প্রমুখ।

আপনার মূল্যবান মতামত দিন: