"মনিরামপুরের আসাদুজ্জামান মিন্টু এবার উপজেলা বিএনপির সেক্রেটারী পদের জন্য ব্যাপক তৎপর"

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৪ মার্চ ২০২২ ০৩:৪৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪ মার্চ ২০২২ ০৩:৪৩

ছবি সমসাময়িক
আনোয়ার পারভেজ অনুজ।। যশোরের মনিরামপুর উপজেলার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক পরিচিত ও গ্রহনযোগ্য আসাদুজ্জামান মিন্টু এবার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদ পেতে ব্যাপক তৎপরতা চালাচ্ছেন। ওই পদের জন্য দলীয় নেতা-কর্মীদের কাছ থেকেও পাচ্ছেন ব্যাপক সাড়া। ১৯৮৭ সাল থেকে ১৯৯৮ সাল পর্যন্ত তিনি মনিরামপুর উপজেলা ছাত্রদলের সভাপতি হিসেবে সামনের থেকে নেতৃত্ব দিয়ে দলীয় নেতা-কর্মীদের কাছে সর্বোচ্চ গ্রহণযোগ্য নেতা হিসেবে পরিচিতি লাভ করেন। এরপর ১৯৯৮ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক এবং একই সাথে তার নেতৃত্বের গুণাবলীর কারণে জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন পূর্বক দলীয় নেতা-কর্মী সমর্থকদের মনে শক্ত অবস্থান তৈরী করতে সক্ষম হন আসাদুজ্জামান মিন্টু। তার নেতৃত্বের প্রতি খুঁশি হয়ে দলীয় হাইকমান্ড তাকে ২০০৩ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত উপজেলা যুবদলের সভাপতি হিসেবে দায়িত্ব দেন। একই সাথে ২০০৯ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক হিসেবেও তাকে দায়িত্ব দেয়া হয়। রাজপথে দলের জন্য সব সময় সামনের কাঁতারে থেকে জীবনের ঝুঁকি নিয়ে নেতৃত্ব দেয়ায় মনিরামপুরে বিএনপি, যুব ও ছাত্রদলের মধ্যে তিনি অপরিহার্য হয়ে ওঠেন। শুধু নেতৃত্বর কারণেই তিনি জনপ্রিয়তা পেয়েছেন তেমনটি নয় বরং একই সাথে রয়েছে তার অমায়িক ব্যবহার। বর্তমান সরকারের সময়ে অসংখ্য কাল্পনিক মামলার আসামী হয়েছেন তিনি। সার্বিক বিষয় বিবেচনা পূর্বক দলীয় হাইকমান্ড তাকে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়কের দায়িত্ব দিয়েছেন। বর্তমানে দলের বিভিন্ন ইউনিটের কমিটি গঠনের কাজ চলমান এবং আসছে উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটিতে তিনি সাধারণ সম্পাদক পদে অধিষ্ঠিত হতে কর্মকাণ্ড অব্যাহত রেখেছেন। ওয়ার্ড থেকে শুরু করে ইউনিয়ন এবং উপজেলা পর্যায়ের দলীয় নেতা-কর্মীদের বৃহৎ অংশের পছন্দের তালিকায় আসাদুজ্জামান মিন্টু শীর্ষে রয়েছেন বলে খোঁজ খবর নিয়ে জানাগেছে।


আপনার মূল্যবান মতামত দিন: