
বিশেষ প্রতিনিধিঃ যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৪ নং ওয়ার্ড য়ুবলীগের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ জানুয়ারি) বিকাল ৪ টায় নওয়াপাড়া রেল স্টেশন এলাকার মাছ বাজার সংলগ্নে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ৪ নং ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি মোঃ শহিদুল ইসলাম খন্দকারের সভাপতিত্বে ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক শেখ রাসেল লিটু'র সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, অভয়নগর থানা আওয়ামী যুবলীগের আহ্বায়ক ও নোয়াপাড়া পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ তালিম হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় শ্রমিকলীগ নওয়াপাড়া রাজঘাট শিল্পাঞ্চল এর সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক রবিন অধিকারী (ব্যাচা), অভয়নগর থানা আওয়ামী যুবলীগের যুগ্ন আহবায়ক অর্জুন সেন, প্রসেনজিৎ দাস সঞ্জিত, অভয়নগর থানা আওয়ামী যুবলীগের সদস্য সিরাজুল ইসলাম মোল্লা,ওলিয়ার রহমান, বিপুল শেখ, পৌর আওয়ামী যুবলীগের আহ্বায়ক হাসান আলী গাজী, যুগ্ন আহবায়ক বিল্লাল আহম্মেদ বাবু, জাকির শেখ। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ডা.মিনারা পারভিন, ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ নুর ইসলাম মহলদার ও সাধারন সম্পাদক জিয়াউদ্দীন পলাশ, উপজেলা বাস্তহারালীগের সভাপতি নুর ইসলাম হাওলাদার, শেখ সম্রাট, অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নওয়াপাড়া পৌর যুবলীগের সদস্য, বিল্লাল হোসেন বকুল, সোহেল আহমেদ, ছাত্রলীগ নেতা পার্থ প্রতীম সুর প্রমুখ। এসময় উপস্থিত নেতৃবৃন্দ শহিদুজ্জামান সেলিমকে সভাপতি ও মুরাদ হোসেনকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট ওয়ার্ড কমিটির ঘোষণা দেয়।

আপনার মূল্যবান মতামত দিন: