রাশেদ রেজা, মাগুরা প্রতিনিধি।।
তৃতীয় ধাপের ভোটের পর বিভিন্ন ইউনিয়নে চলছে চরম সহিংসতা, ঠিক এবার এর মধ্য থেকে মাগুরার শালিখা উপজেলার ২ নং তালখড়ি ইউনিয়নের নৌর্কা মার্কায় বিজয়ী ইউনিয়ন আওয়মী লীগের সভাপতি, জনাব সিরাজ উদ্দিন মন্ডল নিলেন একটু ব্যতিক্রম ধর্মী উদ্যোগ,
ইউনিয়নবাসিকে দিলেন শান্তি স্হাপনের জন্যে খোলা চিঠি,
ইউনিয়নের সহিংসতা দমনে উনার এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সুধি সমাজ ও সাধারণ জনগণ,
এ ব্যাপারে কথা বলতে চাইলে আওয়ামী লীগের প্রবীণ এ নেতার ভাইপো জনাব ইসরাত আহম্মেদ সজীব সাবেক উপজেলা ছাত্রলীগ নেতা ও সাবেক আঞ্চলিক ক্রীড়া তারকা দৈনিক সমসাময়িক কে বলেন, আমরা দেখছি প্রতিটা ইউনিয়নে নির্বাচন কেন্দ্রিক সহিংসতা করে অনেকে পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই ইউনিয়নের সকল জনগণকে আমরা আমাদের পরিবারের অংশ মনে করি, সুতরং আমাদের ইউনিয়নে এমন ঘটনা ঘটুক তা চেয়ারম্যান চাচা চান না, তাই এই খোলা চিঠির মাধ্যমে সকল দলমত বিভাজনকে দূরে রেখে কাঁধে কাঁধ মিলিয়ে ইউনিয়নবাসির সেবা করতে চান। তিনি আরো বলেন, সকলের তরে সকলে আমরা কথাটাকে সত্য বলে, আমাদের ইউনিয়ন সহ সকল ইউনিয়নের চেয়ারম্যানগণ এমন উদ্যোগ নিলে সমাজের সকলে দলমত নির্বিশেষে ভালো থাকবে বলে আশা করি।
উল্লেখ্য, গত ২৮ নভেম্বর নৌকা মার্কার বিজয়ের পর এলাকায় শান্তি স্থাপনে শালিখা উপজেলার ২ নং তালখড়ি ইউপি চেয়ারম্যান মোঃ সিরাজ উদ্দীন মন্ডল এর খোলা
চিঠিটি দৈনিক সমসাময়িক পত্রিকার পাঠকদের জন্যে তুলে ধরা হলো:-
প্রিয় তালখড়ি ইউনিয়ন বাসী,
আসসালামু আলাইকুম। আপনাদের মূল্যবান ভোটের মাধ্যমে আমাকে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত করেছেন। এজন্য আমি আপনাদের কাছে চির কৃতজ্ঞ।
আমি আপনাদের কাছে সবিনয় অনুরোধ করছি আমাকে যারা ভোট দিয়েছেন আর যারা দেননি সবাই আমার ইউনিয়ন এর স্থায়ী নাগরিক । বিশেষ করে যারা অক্লান্ত পরিশ্রম করে নৌকার বিজয় সুনিশ্চিত করতে সক্ষম হয়েছেন তাদের প্রতি আমার বিনীত অনুরোধ যারা পরাজিত হয়েছেন, মনে কষ্ট নিয়ে বাড়িতে বসে আছেন , তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করুন। তাদেরকে সাথে নিয়েই আগামীর একটি মডেল ইউনিয়ন গড়তে হবে । সুতরাং আসুন সবাই সকল ভেদাভেদ ভুলে নতুন প্রজন্মের জন্য একটা সুস্থ ও সুন্দর পরিবেশ গড়ে তুলি। অতীতে কি হয়েছে আর কি হয়নি সব ভুলে গিয়ে শান্তিপূর্ণ ও বসবাসযোগ্য একটি ইউনিয়ন গড়ি। সবাই কাধে কাধ মিলিয়ে কাজ করি।আর ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছু একটা করে রেখে যাই । তাই আমার তালখড়ি ইউনিয়নের সকল জনগণের প্রতি অনুরোধ কোন ঝামেলায় যাবেন না, কোন প্রকার সংঘর্ষে জড়াবেন না, প্রতিপক্ষের লোক কে ভাই ও বন্ধু বানিয়ে রাখুন।
তালখড়ি ইউনিয়ন কে একটি মডেল ইউনিয়ন এবং ডিজিটাল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে আপনাদের সাহায্য সহযোগীতা ও এক সাথে কাজ করার বিকল্প নেই।
সর্বশেষে বলবো, কারো কোন সমস্যা হলে সরাসরি আমাকে ফোন দিবেন আমি পারলে সমাধান করবো, না পারলে প্রশাসনের সহায়তায় আপনাদেরকে সাহায্য করবো, আপনাদের সবার মঙ্গল কামনা করি।
        
                                                                                                                
                                            
                                                                        
                                    
                                    
                                
                                    
                                    
                            ধন্যবাদান্তে মোঃ সিরাজ উদ্দীন মন্ডল পুনরায় নির্বাচিত চেয়ারম্যান ২ নং তালখড়ি ইউনিয়ন পরিষদ, শালিখা, মাগুরা।
                                
                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                
                                            
                                            
                                            
                                            
                                            
আপনার মূল্যবান মতামত দিন: