বিশেষ প্রতিনিধি।।
যশোরের অভয়নগরে মাদক ছেড়ে সুস্থ্য জীবনে ফিরে আসার অঙ্গিকার করায় ৬ মাদক ব্যবসায়ীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান হয়েছে। ২ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় নওয়াপাড়া পৌরসভার ৪, ৫ ও ৬ নং ওয়ার্ড বিট পুলিশিং কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় ড্রাইভার পাড়ার চিহ্নিত মাদক ব্যবসায়ী মৃত নুর ইসলামের পুত্র মোহাম্মদ(২৫), ওহিদুল (৩৪), মহাসিন মোল্লার পুত্র সাজু (২৮), মাসুদ এর স্রী, রেকসোনা বেগম(৩৫), মাছ বাজার এলাকার খালেকের পুত্র শান্টু(৩৫), খোকনের পুত্র মাছুম(৩৩), মাদক ব্যবসা ছাড়ার অঙ্গিকারে লিখিত দিলে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কে.এম শামিম তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। উক্ত সভায় উপস্থিত ছিলেন, ২ নং বিট পুলিশিং পরিচালনার দায়িত্বে থাকা এসআই শাহ্ আলম নওয়াপাড়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মল্লিক, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর জিয়া উদ্দিন পলাশ, ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আলহাজ্ব আব্দুল মালেক হাওলাদার, আব্দুস সালাম শেখ, বিশিষ্ট সমাজ সেবক কাজী মশিয়ার রহমান, শ্রমিক নেতা গোলাম কিবরিয়া,, বাস্তহারালীগ সভাপতি নূর ইসলাম হাওলাদার প্রমুখ। এসময় ওসি কে.এম শামীম উপস্থিত সকলের সাথে মাদকের কুফল ও মাদক মুক্ত সমাজ গড়ার বিভিন্ন দিক নির্দেশনা মুলক আলোচনা কালে তিনি বলেন, মাদক মুক্ত একটি শান্তিপূর্ণ সমাজ গড়তে পুলিশের পাশাপাশি সচেতন মহলকেও এগিয়ে আসতে হবে, তবেই একটি মাদকমুক্ত সমাজ গড়া সম্ভব। এসময় তিনি তিনি অভয়নগরকে মাদকমুক্ত একটি উপজেয়ার রুপ দিতে পুলিশকে সহোযোগিতা করতে সচেতন মহলের প্রতি আহবান জানান।
                                
                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                
                                            
                                            
                                            
                                            
                                            
আপনার মূল্যবান মতামত দিন: