মণিরামপুর(যশোর)অফিস॥
মেধাবী ছাত্র আব্দুর রহিমের পাশে দাড়িয়েছেন মণিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম। "দৈনিক সমসাময়িক" সহ বিভিন্ন গণমাধ্যমের প্রকাশিত খবরের ভিত্তিতে নাজমা খানম রোববার বিকালে উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের গৌরীপুর গ্রামে আব্দুর রহিমের বাড়িতে যান। এ সময় মেডিকেলে ভর্তির খরচ হিসেবে পরিবারের সকলের উপস্থিতিতে আব্দুর রহিমের হাতে নগদ ১৫ হাজার টাকা তুলে দেন নাজমা খানম। উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজমা খানম এ সময় রহিমের পিতা আব্দুল হালিম এবং মা জেসমিনআরাকে প্রতিশ্রুতি দেন আব্দুর রহিমের মেডিকেলে পড়া শেষ পর্যন্ত সার্বিকভাবে সহযোগীতা করা হবে। এ সময় চেয়ারম্যান নাজমা খানমের সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামীলীগ নেতা ইসহাক আলী, চেয়ারম্যানের ছেলে আসিব খান অভি ও সাংবাদিক আনোয়ার হোসেন। উল্লেখ্য মেধাবী ছাত্র আব্দুর রহিম মণিরামপুর উপজেলার রাজগঞ্জের চালুয়াহাটি ইউনিয়নের গৌরীপুর গ্রামের রিকসাচালক আব্দুল হালিম বিশ্বাসের ছেলে। এ বছর সে ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তির জন্য মেধা তালিকায় স্থান পায়।
                                    
        
                                                                                                                
                                            
                                                                        
                                    
                                    
                                
                                    
                                    
                            
                                
                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                
                                            
                                            
                                            
                                            
                                            
আপনার মূল্যবান মতামত দিন: