
মোঃ মানছুর রহমান (জাহিদ)
খুলনা থেকে।।
আগামী ২৪ জানুয়ারি সন্ধা ৬ টায় উপজেলা অডিটোরিয়ামে WORK SHOP ON HUMAN FORENSIC INCIDENCE ট্রেনিং ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
পাইকগাছা থানা ও খুলনা জেলা পুলিশের অায়োজনে,পাইকগাছা প্রশাসন, জুডিশিয়াল ম্যজিট্রেট অাদালত ও উপজেলা স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় এ প্রশিক্ষন অনুষ্ঠান হবে বলে পাইকগাছা থানার ওসি জানিয়েছেন।অনুষ্ঠানে অতিথী হিসাবে থাকবেন খুলনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) জি এম অাবুল কালাম অাজাদ, সহকারী পুলিশ সুপার (ডি সার্কেল) মোঃ হুমায়ন কবীর, উপজেলা নির্বহী কর্মকর্তা এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী, পাকগাছা উপজেলা বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যজিট্রেট পলাশ কুমার দালাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিক্ল্পনা কর্মকর্তা নীতিশ চন্দ্র গোলদার, সমাজ সেবা কর্মকর্তা সরদার অালী অাহসান, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ওবায়দুল হক হাওলাদার, শিক্ষা অফিসার জয়নাল অাবদীন, সেনটারী ইন্সপেক্টর উদয় মন্ডল। অনুষ্ঠানে প্রশিক্ষক হিসাবে থাকবেন পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ এজাজ শফী। অনুষ্ঠানটিতে উপস্থ্যপনা করেন পি এস অাই জুয়েল। অনুষ্ঠানে প্রশিক্ষণার্থী হিসাবে থাকবেন পাইকগাছা থানার এস অাই, পি এস অাই, কনস্টবল ও নারী কনস্টবল বৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন, পি এস অাই জুয়েল।

আপনার মূল্যবান মতামত দিন: