“কন্যা সন্তান বোঝা নয়, আশীর্বাদ”বললেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার- জাহিদুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৩ জানুয়ারী ২০২১ ১৩:৫৫

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ জানুয়ারী ২০২১ ১৩:৫৫

ছবি সমসাময়িক
  ষ্টাফ রিপোর্টার।। চুয়াডাঙ্গা জেলা পুলিশের পক্ষ থেকে সদ্য ভূমিষ্ঠ দশ (১০)টি কন্যা শিশুর পরিবারকে পাঠানো হলো ফুল ও নতুন পোশাক “মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার” এই স্লোগানকে সামনে রেখে মুজিববর্ষকে স্মরণীয় করে রাখতে চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য মান্যবর পুলিশ সুপার জনাব জাহিদুল ইসলাম পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন প্রকার সামাজিক, মানবিক ও উৎসাহমূলক গণমুখী কার্যক্রমে ভূমিকা রেখে চলেছেন। এরই ধারাবাহিকতায় নারীর ক্ষমতায়ন, নারী নির্যাতন প্রতিরোধ এবং লিঙ্গ বৈষম্য দূরীকরণে পুলিশ সুপার চুয়াডাঙ্গা এক ব্যতিক্রমধর্মী পদক্ষেপ গ্রহন করেছেন। চুয়াডাঙ্গা জেলা পুলিশের ফেসবুক পেজে “কন্যা সন্তান জন্ম হলে ফোন করুন, উপহার পৌঁছে যাবে সাথে সাথে” শিরোনামে একটি পোষ্ট দেওয়া হয়। এটি নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জেলা পুলিশের একটি ব্যতিক্রমী উদ্যোগ। গত ১২.০১.২০২১ তারিখ দুপুর অনুমান ১৪.১০ ঘটিকার সময় সাং-কুষাডাঙ্গা থানা ও জেলা- চুয়াডাঙ্গা (১) মোঃ সুজন আলী ও মোছাঃ তাসলিমা খাতুন, দম্পতির পরিবার জানায় গত ০৮.০১.২০২১ খ্রি. তারিখ সকাল ০৫.৩০ ঘটিকার সময় নিজ বাড়ীতে তাদের একটি কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়েছে। সদ্য ভুমিষ্ট কন্যা সন্তানের স্বজনরা পুলিশ কন্ট্রোল রুমে তাদের বাচ্চা ভুমিষ্ট হওয়ার সু-সংবাদ জানানোর সাথে সাথে পুলিশ সুপার চুয়াডাঙ্গার নির্দেশে কয়েকজন পুলিশ সদস্য ঐ শিশুর জন্য (ক) নিউবর্ণ বেবী প্যাকেজ, (খ) পোশাক, (গ) ফুলের তোড়া নিয়ে তাদের বাসায় উপস্থিত হয়।


আপনার মূল্যবান মতামত দিন: