মনিরামপুরের প্রতিবন্ধী রাজু’র একটি হুইল চেয়ারের আকুতি ; বিত্তবানদের এগিয়ে আসার আহবান

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২০ ০১:৫৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২০ ০১:৫৩

ছবি সমসাময়িক

ছবি সমসাময়িক

  বিশেষ প্রতিনিধি।। যশোর জেলার মনিরামপুর উপজেলার ১২ নং শ্যামকুড় ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের শ্যামকুড় গ্রামের মোঃ আব্দুর রাজ্জাকের বড় ছেলো মোঃ রাজু আলম। তিনি একজন শারীরিক প্রতিবন্ধি। তার বয়স (২৮) বছর। তারা তিন ভাই-বোন, তার বাবা একজন সাধারণ কৃষক। এই বয়স্ক কৃষক এখন ভালোভাবে চলাফেরা করতে পারেনা। তই পরিবারের হাল ধরতে হিমসিম খাচ্ছে ঠিকঠাক চলছে না অভাবে সংসার। কথা হয় এই পরিবারের শারীরিক প্রতিবন্ধি ছেলে রাজু আলমের সাথে। রাজু বলেন, আমি জন্মগত ভাবে প্রতিবন্ধি। আমার বাবা একজন কৃষক পরিবারের একমাত্র ভরসা আমার বাবা। কিন্তু দুঃখ জনক হলেও সত্য আমাদের কোন জমি-জমা নাই নুন আনতে পান্তা পুরায় এটা বললেও ভূল হবেনা আমাদের সংসারে। আমাদের আর্থিক অবস্থা ভালো না থাকায় আমি পড়াশোনা করতে পারিনি। আমার চলাফেরা করার জন্য একটি (হুইল চেয়ার) ও কিনে দেওয়ার সামর্থ তাদের নাই। কিছুদিন আগে পরিবারকে একটু সাহায্য করতে বুজতলা বাজারে একটা ছোট-খাটো মুদি দোকান নিয়েছি। আমার বাসা দোকান থেকে মাত্র বিশ মিনিটের পথ, কিন্তু আমার বাসা থেকে দোকানে যেতে প্রায় ৪০-৪৫ মিনিট সময় লাগে। আমি দু-পা মেলে ঠিক মত হাঁটতে পারিনা, জুতা পায়ে দিয়ে চলতে পারিনা প্রতিদিন বাসা থেকে আমার ছোট্ট দোকানে আসতে ২ থেকে ৩ বার রাস্তায় পড়তে হয়। আমার এই দূর্দিনে কেউ আমার পাশে নাই তাই কোন সহৃদয়বান ব্যাক্তি যদি আমার চলা ফেরার জন্য একটি (হুইল চেয়ার) প্রদান করেন আমি তার কাছে চির কৃতজ্ঞ থাকবো। রাজু আরো বলেন, সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখি অনেক মানুষ এমন প্রতিবন্ধিদের চলার জন্য হুইল চেয়ারসহ ইঞ্জিনের তৈরি অনেক গাড়ি প্রদান করে কিন্তু আজও কেউ এই রাজুর দিকে ফিরেও চাইলো না। চেয়ারম্যানকে একটি হুইল চেয়ারের কথা বললে তিনি মনিরামপুর উপজেলায় আবেদন করতে বলেন আমি নিজেই চলতে পারিনা কিভাবে যাবো আমি উপজেলায়। আমার বিনীত অনুরোধ কেউ আমাকে চলা-ফেরা করার জন্য ব্যাবস্থা করে দেন। কেউ একটা এই প্রতিবন্ধিকে (হুইল চেয়ার) দান করেন আমি হয়তো বিনিময়ে তাকে কিছু দিতে পারবো না কিন্তু আমি তার জন্য মনখুলে দোয়া করবো এবং চির কৃতজ্ঞ থাকবো। মানুষ মানুষের জন্য আমরা পারি একজন একজন কে বাঁচিয়ে রাখতে। আপনারা দয়া করে এই শারীরিক প্রতিবন্ধি রাজুর পাশে এসে দাঁড়াবেন। তাকে ভালো ভাবে চলাফেরার জন্য একটি হুইল চেয়ার প্রদান করবেন। মানুষ যে সত্যিই মানুষের জন্য সেটা আপনারা আবার প্রমাণ করবেন এটা আমার বিশ্বাস। নামঃ মো: রাজু আলম। পিতাঃ মো: আব্দুল রাজ্জাক। জেলাঃ যশোর, থানাঃ মনিরামপুর, পোষ্ট অফিসঃ চিনাটোলা বাজার, গ্রামঃ শ্যামকুড়। যোগাযোগঃ 01944-558819 মোঃ ইকরামুল হোসেন। বিঃদ্রঃ দয়া করে নিউজটি সবাই শেয়ার করবেন, হয়তো আপনার শেয়ারে পড়তে পারে কোন সমাজসেবক ব্যাক্তির নজর। ধন্যবাদ।


undefined

আপনার মূল্যবান মতামত দিন: