মাগুরায় মোহাম্মদ (সঃ) কে কটুক্তি করায় যুবক গ্রেফতার, দিনভর গ্রামবাসীর বিক্ষোভ ১৬ জন গুলিবৃদ্ধ

রাশেদ রেজা, বিশেষ প্রতিনিধি।। | প্রকাশিত: ১৯ মে ২০২৪ ২২:১৯

রাশেদ রেজা, বিশেষ প্রতিনিধি।।
প্রকাশিত: ১৯ মে ২০২৪ ২২:১৯

দৈনিক সমসাময়িক।।

মাগুরার শ্রীপুরের আলমসার ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে হযরত মোহাম্মদ (সাঃ) সম্পর্কে কুরুচিপুর্ণ মন্তব্যের প্রতিবাদে বিক্ষুদ্ধ জনগন কতৃক পুলিশের পিকআপ ঘেরাও করে অভিযুক্ত ব্যাক্তির ফাঁসির দাবিতে বিক্ষোভ করেছে এলাকাবাসী পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশের রাবার বুলেট নিক্ষেপ।

ফেসবুকে কটুক্তি মূলক কমেন্টস করায় অভিযুক্ত জয়ন্ত মন্ডল, পিতা রবি মন্ডল নামের একজন যুবক কে আটক করেছে পুলিশ।
রবিবার দুপুরে এ ঘটনায় বিক্ষুদ্ধ জনতা সংঘবদ্ধ হয়ে উপজেলার আলমসার ইউনিয়নের রামচন্দ্রপুর-কোদলা গ্রামে বিক্ষোভ প্রদর্শন করে। বিপুল সংখ্যক জনগনের বিক্ষোভ নিরসন করতে পুলিশকে দিনভর হীমসীম খেতে হয়।
ঘটনাস্থলে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ মহল, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কলিমুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল দেবাশীষ কর্মকার, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তাসমীম আলম, উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান শরিয়ত উল্লাহ রাজন ঘটনাস্থলে উপস্থিত থেকে জনগনকে শান্ত করার চেষ্টা করেও ব্যর্থ হন।

মহা নবী হযরত মোহাম্মদ (সাঃ) এর সম্পর্কে কুটিক্তি করে মুসলমানদের ধর্মীয় অনুভুতিতে আঘাত করেছে বলে বিক্ষোভকারীরা দবি করে ৪ ঘন্টা বিক্ষোভ প্রদর্শন করেন পরে অবরুদ্ধ থাকার পর পুলিশের গাড়ী লক্ষ্য করে অতর্কিত হামলা চালালে পুলিশ লাঠি চার্জ করে ছত্রভঙ্গ করে দ্রুত ঐ যুবককে থানা হেফাজতে নিয়ে যায়, এসময় বিক্ষুব্ধ জনতার সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটলে বেশ কয়েক রাউন্ড গুলি ছুড়ে পুলিশ, গুলিতে ১৬ জন গুলিবিদ্ধ হয়েছে, তাদেরকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ফরিদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে পাঠানো হয়েছে এলাকাবাসী সূত্রে জানা যায়।

এদিকে সকালে অভিযুক্ত জয়ন্তের মা উন্নতি রানী সংবাদ মাধ্যমকে জানান, সকালে হঠাৎ করে কিছু মানুষ এসে আমার ছেলেকে ধরিয়ে দিতে বলে। আমি তখনি আমার ছেলেকে ডেকে তাদের কাছে এনে দিলে তারা আমার ছেলেকে ধরে নিয়ে গিয়ে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। পরে জানতে পারি আমার ছেলেকে ফেসবুকে খারাপ কথা লেখার জন্য ধরে নিয়ে গেছে।




আপনার মূল্যবান মতামত দিন: