পবিত্র ইদুল ফিতর উপলক্ষে শতাধিক গরীব দুস্থ ও অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে ইফতার, রাতের খাবার ও ঈদ সামগ্রী বিতরণ করেছে বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি)।
গত ৩রা এপ্রিল (বুধবার) বাঘাইহাট ব্যাটালিয়নের আওতাধীন বাঘাইহাট, হাজাছড়া ও কবাখালী এলাকার উপকার ভোগীদের মাঝে এ ঈদসামগ্রী বিতরণ করা হয়।
এ সময় বাঘাইহাট ব্যাটালিয়নের (ভারপ্রাপ্ত) অধিনায়ক মেজর মো. জাকির হোসেন (বিজিবিএমএস) উপস্থিত থেকে এসব উপহার বিতরণ করেন।
পবিত্র ইদুল ফিতরকে সামনে রেখে বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) কর্তৃক ঈদসামগ্রী উপহার পেয়ে খুশি হোন উপকার ভোগী পরিবারগুলো।
                                
                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                
                                            
                                            
                                            
                                            
                                            
আপনার মূল্যবান মতামত দিন: