শালিখা উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি আয়োজন করে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরালে পুস্পস্তবক অর্পণ এবং আলোচনা সভা ও শিশু কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠানটি সাজানো হয়।
শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট কামাল হোসেন, শালিখা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার শাবানা, মুক্তিযোদ্ধা সংসদের শালিখা উপজেলার কমান্ডার আবু বক্কর, শালিখা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরজ আলী বিশ্বাস, জেলা পরিষদের সদস্য আবু হানিফ মুন্সি, শতখালী ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন ঝন্টু সহ প্রমূখ।
উল্লেখ্য বঙ্গবন্ধুসহ উনার পরিবারবর্গের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও ৪০০ জন অনাথ ও এতিম বাচ্চাদের সাথে ইফতার পার্টির আয়োজন ছিল চোখে পড়ার মত।
পরিশেষে উক্ত অনুষ্ঠানে শিশু দিবসের তাৎপর্য ধরে রাখতে অতিথিসহ শিশু কিশোরদের সাথে নিয়ে কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
                                
                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                
                                            
                                            
                                            
                                            
                                            
আপনার মূল্যবান মতামত দিন: