বৃষ্টি হলেই চলাচলের অনুপযোগী হয়ে উঠে যশোর মাগুরা হাইওয়ে থেকে পূর্ব দিকে শতখালী পুরাতন বাজার পর্যন্ত রাস্তাটি, রাস্তাটিতে প্রতিনিয়ত স্কুল কলেজের ছাত্র-ছাত্রী সাধারণ জনগণ নিয়মিত যাতায়াত করলে প্রতিনিয়ত শিকার হচ্ছে ছোটখাটো দুর্ঘটনার।
বিভিন্ন স্থান থেকে ইটভাটার ইট তৈরির কাজে মাটি সংরক্ষণ করে প্রতিষ্ঠানটি কিন্তু রাস্তাতে মাটি পড়ে থাকলেও কোন প্রকার ব্যবস্থা নেন না ইটভাটা কর্তৃপক্ষ।
মাগুরার শালিখা উপজেলার ৪ নং শতখালী ইউনিয়নের ২ ও ৩ ওয়ার্ডের সাধারণ জনগণ প্রতিবেদককে জানান, ইট ভাটা তৈরি থেকে আজ পর্যন্ত আমরা এলাকাবাসী ওই পথ দিয়ে একটু বৃষ্টি হলেই কাদাময় রাস্তাটিতে যাতায়াত করতে গেলে দুর্ঘটনার শিকার হই, বারবার কর্তৃপক্ষকে বলার পরেও আমাদের কথার কোন ভুরুক্ষেপ করে না বরং জনগণের এই অসহায়ত্বে কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এখনো কাজে লিপ্ত রয়েছে বছরকে বছর, আমরা এলাকাবাসীর দ্রুত এর একটি সুষ্ঠু বিচার চাই।
এদিকে মামুন ব্রিকস এর ম্যানেজারের সাথে প্রতিবেদক যোগাযোগ করলে মুটোফোনে জানান কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে আপনাদেরকে জানানো হবে কিন্তু প্রতিবেদনটি করা পর্যন্ত কোন প্রকার যোগাযোগ করেনি।
                                
                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                
                                            
                                            
                                            
                                            
                                            
আপনার মূল্যবান মতামত দিন: