বুধবার (৩১ জানুয়ারী) যশোরের মণিরামপুর উপজেলার খেদাপাড়া ইউনিয়নের ধনপোতা ঢিবিতে প্রত্নতাত্ত্বিক বিভাগের খননে প্রাপ্ত প্রত্নবস্তুর উন্মুক্ত প্রর্দশনীর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর-০৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য গণমানুষের জনন্দিত জননেতা আলহাজ্ব এস এম ইয়াকুব আলী।
এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে পৌছুলে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। এরপর ধনপোতা ঢিবিতে প্রত্নতাত্ত্বিক বিভাগের খননে প্রাপ্ত প্রত্নবস্তু ঘুরে ঘুরে দেখেন এবং সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার শপথ পাঠ করান তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জিএম মজিদ, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আলী হাসান, প্রত্নতাত্ত্বিক খুলনা ও বরিশাল বিভাগের আঞ্চলিক পরিচালক লাভলী ইয়াসমিন, আওয়ামী লীগ নেতা মকবুল হোসেন, বাবুল আক্তার বাবলু, খানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিলন, কৃষকলীগ নেতা রুহুল আমিন মঞ্জু, যুবলীগ নেতা হাবিবুর রহমান, দেলোয়ার হোসেন, সাইফুল ইসলাম, মুর্শিদ হাসান ইমন প্রমূখ।
অনুষ্ঠান শেষে খেদাপাড়া পল্লী মঙ্গল বহুমূখী মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকদের সাথে মতবিনিময় করেন সংসদ সদস্য এসএম ইয়াকুব আলী।
                                
                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                
                                            
                                            
                                            
                                            
                                            
আপনার মূল্যবান মতামত দিন: