মাগুরার বহুল আলোচিত সামাজিক সংগঠন মানবতার সেবা সংঘের সদস্যরা আসন্ন মাহে রমজান উপলক্ষে আল্লাহর ঘর মসজিদ পরিচ্ছন্নতা কাজে আত্মনিয়োগ করে প্রশংসার জোয়ারে ভাসছে। 
মাগুরার শালিখা উপজেলার ধনেশ্বরগাতী ইউনিয়নের সিংড়া বাজারস্থ সিংড়া জামে মসজিদে পরিছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। মানবতার সেবা সংঘের সদস্যরা দল বেঁধেই এ কাজ পরিচালনা করেন।
পরিচ্ছন্নতা কার্যক্রমের ব্যাপারে জানতে চাইলে মানবতার সেবা সংঘ এর সার্বিক পরিচালক ও সিংড়া মসজিদের সভাপতি মোঃ জসিম উদ্দিন দৈনিক সমসাময়িক কে বলেন, মানবতার সেবা সংঘ প্রতিষ্ঠানটি আমাদের আর সিংড়া জামে মসজিদের সভাপতি ও আমি, আসন্ন রমজান উপলক্ষে মুসল্লিরা পরিচ্ছন্ন সুন্দর পরিবেশে ইবাদত বন্দেগী করতে পারবে এই আশাতেই পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেছি। এমন সকল ক্ষেত্রে মানবতার সেবা সংঘের সদস্যরা অত্যন্ত কার্যকারী ভূমিকা পালন করে আসছে, ভবিষ্যতেও করবে বলে এমনি মনে করি।
শুধু তাই নয় আসন্ন রমজান মাস উপলক্ষে মানবতার সেবা সংঘের সদস্যরা প্রতিদিন একটি করে মসজিদ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করবে।
                                
                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                
                                            
                                            
                                            
                                            
                                            
আপনার মূল্যবান মতামত দিন: