মাগুরার সিমাখালীর সেচ্ছাসেবী সংগঠন মানবতার বন্ধু সংগঠনের প্রতিষ্ঠাতা খালিদ হাসান (পিয়াল) এর ২৩তম জন্মদিন পালিত।
সন্ধ্যায় জন্মদিন উপলক্ষে সিমাখালী বাজারের সায়মা ফুট এন্ড কনফেকশনারী তে জন্মদিনের কেক কাটা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, তরুন যুবনেতা ইসরাত আহমেদ (সজীব), শতখালী (পূর্বপাড়া) সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মনিরুল ইসলাম, বুলবুল চৌধুরী, হার্ডওয়ার ব্যবসায়ী আনোয়ার হোসেন, ইয়াছিন চৌধুরী, ফজলে রাব্বি, আশিক হুসাইন, বোরহান এবং সাইমা ফুডের স্বত্বাধিকারী পাভেল খান সহ প্রমূখ।
জন্মদিন উপলক্ষে মানবতার বন্ধু সংগঠনের প্রতিষ্ঠাতা খালিদ হাসান (পিয়াল) দৈনিক সমসাময়িক কে জানান, মানবতার জয় হোক, মানুষের জন্যে তথা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্যে আমি ও আমার সংগঠন কাজ করবে, মানবসেবা মহান ব্রত নিয়ে নিয়মিত পথ চলতে আমি ও আমার সংগঠন মানবতার বন্ধুর জন্যে সবাই দোয়া করবেন, ইনশাল্লাহ সবার সহযোগিতায় এগিয়ে যাবো আমরা।
                                
                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                
                                            
                                            
                                            
                                            
                                            
আপনার মূল্যবান মতামত দিন: