মুন্সিগঞ্জর গজারিয়া উপজেলা আইন শৃঙ্খালা ও সন্ত্রাস নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
গজারিয়ায় উপজেলা সভা কক্ষে আইন শৃঙ্খালা কমিটির সভা ও উপজেলা সন্ত্রাস নাশকতা প্রতিরোধ কমিটির সভায় উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব আব্দুল্লাহ আল মাহফুজ,সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম, গজারিয়া উপজেলা এসিল্যান্ড রাশেদুল ইসলাম, এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন গজারিয়া থানা অফিসার ইনচার্জ মোল্লা সোহেব আলী,গজারিয়া হাইওয়ে থানা অফিসার ইনচার্জ এস এম রাসেদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকী,উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাজী মহসিন চৌধুরী,বাউশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান প্রধান, ইমামপুর ইউঃপি চেয়ারম্যান মোঃ হাফিজুজ্জামান খাঁন জিতু, টেংগারচর ইউঃপি চেয়ারম্যান কামরুল হাসান ফরাজী, ভবেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাঈদ মোহাম্মদ লিটন ,হোসেন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল হক মিঠু,গজারিয়া প্রেসক্লাবের সভাপতি আরর্ফিন মোল্লা, বিভিন্ন আইন শৃঙখলা বাহিনী ও গজারিয়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকতাবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
সভায় শিক্ষা, মাদক, ইভটিজিং, শিশুশ্রম, সড়ক দুর্ঘটনা, পরিবহন থেকে চাঁদা নেওয়াসহ আইন শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিভিন্ন বিষয়াদির উপর আলোচনা করা হয়।
                                
                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                
                                            
                                            
                                            
                                            
                                            
আপনার মূল্যবান মতামত দিন: