
মাগুরার ঐতিহ্যবাহী সিমাখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী ছাত্রী সানজানা আহমেদ সুচি প্রাথমিকে বৃত্তি পেয়েছেন।
পিতা ইসরাত আহমেদ সজীব ও মাতা দিলরুবা ইয়াসমিনের সূচি দুই ভাই বোনের মধ্যে প্রথম সন্তান।
বৃত্তি পাওয়ার ব্যাপারে জানতে চাইলে পিতা ইসরাত আহমেদ সজীব দৈনিক সমসাময়িক নিউজ কে মুটোফোনে বলেন, পিতা হিসাবে সুচির বৃত্তি পাওয়া আমার কাছে অনেক আনন্দের, পৃথিবীর সব পিতায় সন্তানের সাফল্যে গৌরবান্বিত হয় আমিও তাই হয়েছি। আগামীতে আরো ভালো রেজাল্ট করে দেশ ও দশের সেবায় কাজ করুক সবার কাছে সেই দোয়া চাই।

আপনার মূল্যবান মতামত দিন: