
শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আজ সোমবার বিকেলে মাগুরার জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ এর শ্রীপুর উপজেলায় আগমন উপলক্ষে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মিয়া মাহমুদুল গনি শাহিন, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান নারগিস সুলতানা, শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি, শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশরাফুজ্জামান লিটন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ইকরাম আলী বিশ্বাস, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, কৃষি অফিসার সালমা জাহান নিপা, খাদ্য অফিসার ইশরাত জাহান, বীরমুক্তিযোদ্ধা মোল্লা মতিয়ার রহমান, শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম অধিকারী, সমাজসেবা অফিসার ওয়াসিম আকরাম প্রমুখ।
মতবিনিময় সভায় উপস্থিত বক্তারা উপজেলার বিকাশ প্রতারণা, মাদকসহ নানা বিষয়ে বক্তব্য দেন এবং জেলা প্রশাসক সেগুলো বাস্তবায়নের আশ্বাস দেন।

আপনার মূল্যবান মতামত দিন: