
মাগুরার শালিখা উপজেলার সর্বসাধারণ মহান শহীদ দিবস তথা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছেন।
১২.১ মিনিটে ৫২ এর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শুরু হয় প্রথমে শালিখা উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা চেয়ারম্যান এডভোকেট কামাল হোসেন ও উপজেলা নির্বাহী অফিসার শহীদ বেদীতে পুস্পমাল্য অর্পণ করেন এর পর একে একে শালিখা থানা, বাংলাদেশ আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগ শালিখা উপজেলা শাখা, জনতা ব্যাংক শালিখা উপজেলা শাখা, বাংলাদেশ ছাত্রলীগ শালিখা উপজেলা শাখা, আড়পাড়া ইউনিয়ন পরিষদ, ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক গোষ্ঠী আড়পাড়া সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধার্ঘ অর্পন করা হয়।

আপনার মূল্যবান মতামত দিন: