মাগুরায় এবার জেলায় ১ লক্ষ ১৬ হাজার ৪৯ জন শিশুকে এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। আগামী ২০ ফেব্রুয়ারি ২০২৩ ইং সোমবার জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার ১৬ ফেব্রুয়ারি সকালে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভায় জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।
সিভিল সার্জন শহীদুল্লাহ দেওয়ান জানান, এ ক্যাম্পেইনে ১১-৫৯ মাস বয়সী শিশুকে লাল রঙের ২লাখ আইও এর ক্যাপসুল ও ৬-১১ মাস বয়সী শিশুকে নীল রঙের ১লাখ আইও এর ক্যাপসুল খাওয়ানো হবে। এবার জেলায় পৌরসভাসহ ৪ উপজেলায় ১ লক্ষ ১৬ হাজার ৪৯ জন শিশুকে এ ক্যাপসুল খাওয়ানো হবে। এরমধ্যে ৬ থেকে ১১ মাস বয়সের ১২৬৫৪ জন শিশু ১১ থেকে ৫৯ মাসের এক লক্ষ ৩ হাজার ৩৯৫ জন শিশু রয়েছে।এ ক্যাম্পেইনে সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত জেলায় ৯৩৮ টি কেন্দ্রে ১৭৮ জন স্বাস্থ্যকর্মী ও ১ হাজার ১৯৮ জন স্বেচ্ছাসেবক কাজ করবে।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাগুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এইচ এন কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ ইউনুছ আলী, সহ-সভাপতি আলী আশরাফ,জেলা তথ্য অফিসার পাভেল দাস, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের মাগুরা জেলা সাধারণ সম্পাদক ডাক্তার জয়ন্ত কুমার কুন্ডু,সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাক্তার নাহিদা ইয়াসমিন মিতু, ডাক্তার শামসুন্নেসা ইউ এইচ এন্ড এফপিও শালিখা, ডাক্তার মোকসেদুল মুমিন ইউ এইচ এন্ড এফপিও মহম্মদপুর, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুল হাসান, এএসএম সিরাজউদ্দহা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, মোঃ দারুল আলম উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাগুরা সদর উপজেলার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোঃ রেজওয়ান আহমেদ, ডাক্তার সেফা এন টি বি, মোঃ আশরাফুজ্জামান লিটন ইউ এইচ এন্ড এফপিও শ্রীপুর।
এছাড়াও অনুষ্ঠানে জেলায় কর্মরত মাগুরা রিপোর্টার্স ইউনিটির অন্যান্য সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।
                                
                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                
                                            
                                            
                                            
                                            
                                            
আপনার মূল্যবান মতামত দিন: