মাগুরার শালিখা উপজেলার ২ নং তালখড়ি ইউনিয়নের বলাই নাঘোসা পল্লীতে গড়ে উঠা মানবতার সংগঠন মানবতার সেবা সংঘের কর্মকান্ড।
প্রতিনিয়ত আলোচিত এই সংগঠনের কর্মকান্ডে নিজ এলাকার বাইরে অন্য এলাকায় চলছে নিয়মিত মানবসেবার কাজ।
আজ ১৭ ই মে রোজ মঙ্গলবার সংগঠনটির নাম শুনে সিংড়া বাজারে ছুটে আসেন শিউলী বেগম ঝিনাইদহ কালীগঞ্জের ফয়লা গ্রামের একজন অসহায়া নারী।
তার একমাত্র সন্তান দূর্ঘনায় অসুস্থ জানতে পেরে ছুটে যান মানবতার সেবা সংঘরে সহ-সভাপতি লিয়ন আহম্মেদ।
পরবর্তিতে সংগঠনের অন্যন্যরা এসে অসহায়া শিউলী বেগমের পরিবারকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।
উক্ত সময় মানবতার সেবা সংঘের প্রতিষ্ঠাতা হুমায়ন কবির ও ইব্রাহিম নিলয় সহ-সভাপতি লিয়ন আহম্মেদ, শাওন বিশ্বাস সহ অন্যান্য সদশ্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে সিংড়া বাজারে দৈনিক সমসাময়িক পত্রিকার প্রতিবেদক গেলে উপজেলা সেচ্ছাসেবক লীগ নেতা উল্লাস বিশ্বাস সংবাদ মাধ্যমকে বলেন, তালখড়ি ও ধনেশ্বরগাতি ইউনিয়ন সহ মাগুরা জেলা বা আশপাশের জেলার অনেক অসহায় মানুষের প্রিয় হয়ে উঠেছে মানবতার সেবা সংঘ নামে সংগঠনটি, আমি ব্যক্তিগত ভাবে সংগঠনের এমন কর্মকান্ডে উচ্ছ্বাসিত।
সংগঠনটির মঙ্গল কামনা করি এবং এভাবে অসহায় মানুষের পাশে থাকুক এই আশাবাদ ব্যক্ত করি।
                                
                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                
                                            
                                            
                                            
                                            
                                            
আপনার মূল্যবান মতামত দিন: