আমার একটা ছোট ভাই দরকার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৬ মার্চ ২০২২ ০১:১৬

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ মার্চ ২০২২ ০১:১৬

ছবি সমসাময়িক

ছবি সমসাময়িক

অনলাইন নিউজ ডেস্ক।। আমার একটা ছোট ভাই দরকার এমন অভিনব আবেদন ফেসবুক দুনিয়ায় এই প্রথম। আর এই অভিনব পোস্ট'টি করেছেন এই নারী। গতকাল বাংলাদেশ সময় রাত ১০.৪৭ মিনিটে এই নারীর ব্যক্তিগত ফেসবুক আইডিত (Mst Koly Akter) এমন একটা পোস্ট দেখতে পাওয়া যায় যা মুহুর্তের ভিতর ভাইরাল হতে থাকে। তার এই মহত কাজ কে অভিনন্দন জানিয়ে অনেক ভালো ভালো মন্তব্য করেছেন অনেকে। প্রিয় পাঠকদের উদ্দেশ্যে সেই পোস্ট হুবহু তুলে ধরা হলো: একটু সময় নিয়ে পড়ুন, আমার একটা ছোট ভাই দরকার কুড়িগ্রাম জেলার ভীতরে আমার একটা ছোট ভাই দরকার,,এমন পড়িবারের ,,যেমন ১ . মা নাই ২. বাবা নাই ৩. মা বাবা কেউ নাই ৪. অনেক গরীব ঘরের অথবা দাদা দাদীর নানা নানীর কাছে থাকে এমন ছেলে যদি থাকে, বয়সঃ ১২,১৫ বছর এর মধ্যে প্রশ্নঃ আমি তাকে দিয়ে কি করবো। উওরঃ মূলত আমি একটা ছেলের দায়িত্ব নিতে চাই ,, তাকে লেখা পড়া শিখিয়ে সমাজে একটা অবস্থান করে দিতে চাই , কারো বাসার আশেপাশে অথবা পরিচিত কেউ থাকলে আমাকে নক দেন।। আরও কিছু জানার থাকলে প্রশ্ন করতে পারেন


undefined

আপনার মূল্যবান মতামত দিন: