
তাজাম্মূল হুসাইন: যশোরের সিটি প্লাজার চেয়ারম্যান ও মণিরামপুরের কৃতি সন্তান এস এম ইয়াকুব আলী বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কার্যনির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত হওয়ায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার যশোর ঈদগাহ মোড়স্থ পার্কভিউ রেষ্টুরেন্টে এ সংবর্ধনার আয়োজন করেন যশোরের সৌখিন ক্রীড়া চক্র। সংবর্ধনা অনুষ্ঠানে এ,এস,এম ওবায়দুল কাদেরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: রফিকুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, সৌখিন ক্রীড়া চক্রের উপদেষ্টা এ,জেড, এম সালেক, সৌখিন ক্রীড়া চক্রের ক্রীড়া সম্পাদক কাজী আসাদুর রহমান রানা, সাধারণ সম্পাদক এ,বি,এম আখতারুজ্জামান প্রমুখ।

আপনার মূল্যবান মতামত দিন: