
বাব এলএলবি ছবির শুটিংয়ে যোগ দেওয়ার মধ্য দিয়ে শুটিং শুরু করলেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। এই ছবিতে শাকিব খানের সঙ্গে কাজ করছেন তিনি। শুটিং সেটে বসেই মুঠোফোনে স্পর্শিয়া জানালেন তাঁর বর্তমান ও আগামী দিনের কাজের কথা।
করোনাকালের সঙ্গনিরোধ শেষে দীর্ঘদিন পর ক্যামেরা সামনে দাঁড়ালেন? কেমন লাগছে নতুন স্বাভাবিকে শুটিং করতে?
আমার ১০ বছরের অভিনয়জীবনের অভিজ্ঞতা থেকে বলতে পারি, ক্যামেরার সামনে দাঁড়ালে আমার ভেতর সব সময় একই রকম অনুভূতি কাজ করে। আমি নার্ভাস ফিল করি। কিন্তু বিরতির পর কাজে ফিরে খুবই ভালো লাগছে। মনে হচ্ছে জীবন ফিরে পেলাম।

শাকিব খানের সঙ্গে অভিনয় করছেন। নবাব এলএলবি ছবিতে অভিনয়ের অভিজ্ঞতা এ পর্যন্ত কেমন ছিল?
শাকিব খানের সঙ্গে অভিনয় নিয়ে খুবই রোমাঞ্চিত ছিলাম। ছবিতে আমার চরিত্রের নাম শুভ্রা। তার ব্যাপারে এখনই সব ফাঁস করতে চাইছি না। শুধু বলব, ‘শুভ্রা’ হওয়ার জন্য আমাকে অনেক রোগা হতে হয়েছে। চরিত্র ধারণের জন্য আমাকে প্রচুর খবর আর তথ্যচিত্র দেখতে হয়েছে। লম্বা সময় পড়াশোনা করতে হয়েছে।


আপনার মূল্যবান মতামত দিন: