
মোঃ মানছু্র রহমান (জাহিদ)।।
পাইকগাছায় প্রেমিকার মন জয় করতে কলেজ ছাত্রকে অপহৃরণ: অতপর খুন খুলনার পাইকগাছায় প্রেমিকার মন জয় করতে অপহৃরণ করে মুক্তিপন দাবী, অতপর খুন। ঘটনাটি ঘটেছে উপজেলার আগড়ঘাটা কপোতাক্ষ নদের তীরে। এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ(ওসি) জিয়াউর রহমান জানান, গদাইপুর ইউনিয়নের গদাইপুর গ্রামের জিল্লুর রহমান সরদারেরর ছেলে ফয়সাল আহম্মেদ ( ২২) একটি মেয়েকে ভালোবাসে। মেয়েটি বায়না ধরে আরঅন-5 মটর সাইকেলের জন্য। কিন্তু এত টাকা জোগাড় করা সম্ভব ছিলো না তার।তাই সে পরিকল্পা করে শ্যামনগরের সুরমান গাজীর ছেলে আমিনুরকে অপহরণ করে।০৭ নভেম্বর (রোববার) রাত ৯টার দিকে কপোতাক্ষ নদের তীরে পানিওর সাথে ঘুমের ঔষধ পান করান আমিনুরকে। পরে সে অচেতন হয়ে পড়ে। এ সময় আগে থেকে লুকিয়ে রাখা দা দিয়ে কুপিয়ে ও জবাই করে কপোতাক্ষ নদে ফেলে দেয়। জবাই কৃত জাইগায় রক্ত পড়ে থাকতে দেখাগেছে। ফয়সাল মৃত্যু আমিনুরের ব্যবহৃত মোবাইল দিয়ে তার পিতার নিকট বলে ছেলেকে অপহরণ করা হয়েছে। ছেলেকে পেতে হলে ১০ লক্ষ টাকা লাগবে। তখন উপায়ন্ত না পেয়ে আমিনুলের পিতা টাকা দিবেন বলে স্বীকার করে। তখন অপহরণকারী ফয়সাল টাকা নিয়ে পাইকগাছা ব্রিজের নিকট আসতে বলে। তার কথামত টাকা নিয়ে ব্রিজের নিকট টাকা পৌছে দেয়। কিন্তু আগে থেকে ওতপেতে থাকা পুলিশ ও জনতা তাকে টাকা সহ হাতেনাতে আটক করে। তার স্বীরোক্তিতে বিকাল থেকে রাত পর্যন্ত কপোতাক্ষ নদে খুজা খুজি করেও এখনো লাশের সন্ধান মেলেনি। খুনের ব্যবহৃত দা কপোতাক্ষ নদে ফেলে দিয়েছে বলে ফয়সাল স্বীকার করেছে। দা ও মৃত্যু লাশ খুজা অব্যহত রয়েছে।

আপনার মূল্যবান মতামত দিন: