
ছবি সমসাময়িক
বিশেষ প্রতিনিধি।।
বিগত ১৬ ই জুলাই ২০২১ শুক্রবার আনুমানিক রাত ৯টার সময় কক্সবাজার কোষ্টগার্ডের দারোয়ান নুনিয়াছড়া শেষ মাথার বাসিন্দা নুরুল আবছার ও মৃত: মমতাজ বেগমের ছেলে ইয়াবা সেবনকারী জামাল উদ্দিন (৩২),তার শ্বশুরবাড়িতে এসে স্ত্রী কাজল বেগম ও শ্বাশুড়ী আয়েশা বেগমের উপর অত্যাচার ও অমানুষিক নির্যাতন চালায় বলে অভিযোগ উঠেছে। এমনকি দেশিয় ধারালো অস্ত্র ক্রীজের সাহায্যে ইয়াবার নেশায় ঘরের দরজা ও বেড়া কেটে ছিন্নভিন্ন করে ফেলে বলে অভিযোগ উঠেছে ।ওইসময় তার শ্বাশুড়ী বাঁধা দিলে তার উপরও হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। উল্লেখ্য এই জামাল কোষ্টগার্ডের নাইট গার্ড তথা পাহারাদার এর কাজ করে বলে জানা যায়। সেই সুবাধে কোষ্টগার্ডের নাম ভাঙ্গিয়ে খালে বসানো বিহিন্দি জেলে পরিবারের কাজ থেকে নিয়মিত মাসোহারা নেয় বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সুত্রে জানা যায় ৮/৯ বছর পূর্বে এক প্রবাসীর সাথে কাজলের বিয়ের কথাবার্তা একপর্যায়ে ঠিকঠাক হলে এই দুঃচরিত্র জামাল প্রযুক্তির সাহায্যে নগ্ন ছবির উপর কাজলের মুখটা বসিয়ে ব্লাকমেইল করে তার সন্ত্রাসী বাহিনীর সাহায্যে অনেকটা জিম্মি করে প্রবাসীর সাথে বিয়ে না দিয়ে জামালের সাথে বিয়ে দিতে বাধ্য করে। বিয়ের পর কিছুদিন যেতে না যেতেই কাজলের উপর শুরু হয় অমানুষিক নির্যাতন। কাজল যেহেতু পিতৃহারা, থাকা ও আশ্রয়ের কোন বিকল্প রাস্তা না থাকায় মুখ বুজে জামালের হাজারো নির্যাতন সহ্য করেই সংসার করতে থাকে। ২০১৭ সালে যখন জামালের নির্যাতন সহ্যের সীমা অতিক্রম করে তখন কাজল তাকে কোর্টে ও কক্সবাজার সদর মডেল থানার মাধ্যমে ডিভোর্স দেয়। এর কিছুদিন পর জামাল আবার চল-চাতুরী করে এসে ক্ষমা চেয়ে স্ত্রী কাজলকে ভুলিয়ে ভালিয়ে এধরনের ঘটনা আর ঘটবেনা বলে পুনরায় বিয়ে করে শ্বাশুড়ীকে না জানিয়ে। যেহেতু জামালের ঘরে তার সন্তান আছে তাই সহজ সরল কাজল স্বামীর কথায় পুনরায় বিয়েতে রাজি হয়ে যায়। কিন্তু কথায় আছে কয়লা ধুইলে ময়লা যায়না, স্বভাব কখনো পরিবর্তন হয়না। তাই হলো,হতভাগা কাজলের ভাগ্যে। আবার শুরু হলো নির্যাতন অত্যাচার কি আর করার মাকে না জানিয়ে বিয়ে করেছে তাই বাধ্য হয়ে সব মুখবুজে সয্য করতেছে। এখন শুধু নির্যাতন করেই কান্ত নন এই কুচক্রী সন্ত্রাসী জামাল, রীতিমত স্ত্রীকে দিয়ে বিভিন্ন লোক এনে দেহ ব্যবসায় রাজি হতেও জোরপূর্বক ভাবে মারধর করে যাচ্ছে প্রায়ই । এতে কাজল অসম্মতি ও অস্বীকৃতি জানালে নেমে আসে কাজলের উপরে দ্বিগুণ অমানুষিক নির্যাতন। বিভিন্ন টাইপের খারাপ চরিত্রের লোকজন ঘরে এনে কাজলের সাথে পরিচয় করাই দেয়। আবার ওদিকে গোপনে সেগুলোর ছবি তুলে ব্লাকমেইলিং ও মিথ্যে অপবাদ দেয় এবং ঐ ছবি দেখিয়ে পরবর্তীতে বলে তোর বিভিন্ন মানুষের সাথে সম্পর্ক আছে এই সব নোংরা কথা বলে নির্যাতন করতে থাকে। এরপর কাজল বাধ্য হয়ে ঘটনার ৫/৭দিন পূর্বে আবার বাপের বাড়িতে চলে আসে। তারপরও কাজল পাষণ্ড মাদকসেবী স্বামীর নির্যাতন থেকে রক্ষা পায়নি। আবারও এই দুঃচরিত্র জামাল ১৬/৭/২০২১ শুক্রবার রাতে শ্বশুরবাড়িতে এসে শ্বাশুড়ী ও স্ত্রীর উপর হামলা চালায়। স্থানীয় এলাকাবাসী সুত্রে জানা যায় এই জামালের বিষয় নিয়ে বহুবার সামাজিকভাবে শালিশী বৈঠক হয় এবং থানায় ও শালিশ হয় । কিন্তু কোনো কিছুতেই জামাল নিজেকে শোধরাতে পারেনি। তাই বাধ্য হয়ে কাজলের মা আয়েশা বাদী হয়ে ১৭/৭/২০২১ ইংরেজি কক্সবাজার সদর মডেল থানায় একখানা লিখিত এজাহার দাখিল করেন। এই নিয়ে ১৮/৭/২০২১ বিভিন্ন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিউজ এ ভাইরাল হলে এই কুচক্রী সন্ত্রাসী জামাল পরিকল্পিত ভাবে ষড়যন্ত্র করে কোস্টগার্ডের নাম ব্যবহার করে সমঝোতা করার নাম দিয়ে কাজলকে জামালের বাড়ি নিয়ে বন্দী অবস্থায় জিম্মি করে জোরপূর্বক স্টাম্প ও ভিডিও বক্তব্য রেকর্ড নেই । কাজলের মা পরবর্তীতে জানতে পেরে ৩১/৭/২০২১ ইংরেজি রাতে ৯৯৯ এ ফোন দিয়ে পুলিশের সাহায্যে কাজলকে উদ্ধার করে। অসহায় অবলা কাজলের পরিবার সন্ত্রাসী ও খারাপ প্রকৃতি কুচরিত্রের জামালের হুমকি ও অত্যাচার থেকে বাঁচতে প্রশাসনের আন্তরিক হস্তক্ষেপ কামনা করেন।

undefined
আপনার মূল্যবান মতামত দিন: