মনিরামপুরে আলোচিত সেই শিশু নিপীড়নচেষ্টাকারী বারীক কে আটকের জোর দাবি ভিকটিম পরিবারের

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৫ মে ২০২১ ১৬:০৮

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫ মে ২০২১ ১৬:০৮

ছবি সমসাময়িক
  রাশেদ আলী, মণিরামপুর(যশোর) থেকে।। যৌন নিপীড়নের দশ দিন পার হলেও হরিহরনগর গ্রামের সেই শিশু যৌন নিপীড়নকারী আলোচিত সমালোচিত বারিক সর্দারকে পুলিশ এখনো আটক করতে না পারায সাধারণ মানুষের মাঝে সমালোচনা ঝড় শুরু হয়েছে।স্থানীয় ও ভিকটিমের পরিবারের দাবী এই আবদুল বারিকের প্রবাসী পুত্ররা বিভিন্ন ভাবে মামলা ভিন্ন খাতে নিতে তাদের নেতারা তদবির করে চলেছে। যে কারনে আসামি বারীক সরদার এখনো আটক হয়নি। এদিকে এই জঘন্য অপরাধে অভিযুক্ত আসামিকে আটক করতে না পারায় পুলিশের ভূমিকা নিয়ে সাধরণ মানুষের মধ্যে ব‍্যাপক সমালোচনা শুরু হয়েছে। যে কারনে প্রশাসনের প্রতি মানুষের আস্থা ফেরাতে আব্দুল বারীককে আটক করা উচিৎ বলে মনে করেন সচেতন মহল। উল্লেখ্য মনিরামপুরের হরিয়াননগর গ্রামের এই ধনাঢ্য আব্দুল বারিক ২৬ এপ্রিল সকালে প্রতিবেশী ৬ বছরের শিশুকে ঘরের ভিতরে নিয়ে প্যান্ট খুলে যৌন নিপীড়নের চেষ্টা করে। এ ঘটনায় মনিরামপুর থানায় মামলা হয়েছে যার মামলা নাম্বার ১৫কিন্তু আজও ওই আসামী আটক হয়নি। এবিষয়ে বাদী মেয়ের মায়ের নিকট জানতে চাইলে তিনি জানান, আসামী কেন এখনো আটক হয়নি সেটা বুঝতে পারছে না। তিনি আরো বলেন আইনের প্রতি শ্রদ্ধা ও বিশ্বাস দ্রুত আসামিকে আটক করতে সক্ষম হবে বলে মনে করেন।


আপনার মূল্যবান মতামত দিন: