
কুয়াদা (যশোর) প্রতিনিধি।।
যশোরের কুয়াদা বাজুয়া ডাঙা গ্রামের মালায়শিয়া প্রবাসী লিটনের মেয়ে সুমাইয়া খাতুন গত বৃহস্পতিবার বেলা ১২টার দিকে ফিরোজ ভাটার শ্রমিক সহিত পাইকগাছা গোপাল পুর গ্রামের এর সাথে পালিয়ে যায়।এ ঘটনা মেয়ের মার কাছে জানতে চাইলে তিনি বলেন, সুমাইয়া (১৫) বয়সে ২০১৮ সালে বাঁকড়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী ছেলে সাথে ফোন আলাপের মাধ্যমে মেয়েটির সাথে বিবাহ হয়। হঠাৎ গত বৃহস্পতিবার বেলা ১২টার দিকে কুয়াদা ফিরোজ ভাটার শ্রমিক সহিত (৪০) এর সাথে সুমাইয়া (১৮) কে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনা চারিদিকে ছড়িয়ে পড়লে এলাকার জনগনের মাঝে আলোচনা সমালোচনা ঝড় বয়। এ সংবাদ গণ মাধ্যমে ছড়িয়ে পড়লে তার সংবাদ পেয়ে সাংবাদিকরা তথ্যের সন্ধানে মেয়ের বাড়িতে যান এবং এই ঘটনাটি সত্য বলে এলাকাবাসী জানান। এ সংবাদ চারিদিকে ছড়িয়ে পড়লে ভাটার মালিকের ভাগনে আজিমের দৌড় ঝাপ দেখা যায়। পরপরই ইট ভাটার সরদার ইলিয়াস হাশেম ও মেয়ে মা নাসিমাসহ কয়েক জনের যোগিতায় সুমাইয়াকে ৪ দিনের দিন রবিবার রাতে উদ্ধার করে তার পরিবারের কাছে তুলে দেন। এ ঘটনা গ্রামে ছড়িয়ে পড়লে এলাকায় আলোচনা সমালোচনা দেখা যায়। পরের দিন সোমবার হঠাৎ দুপুর বেলায় এ বিষয় ভাগনে আজিম বলেন, তার ফোন আলাপে হুমকি স্বরুপ বলে কোন সাংবাদিক এসেছে কি করতে এসেছে কার অনুমতিতে এখানে, কি করবে সাংবাদিক এ বিষয় আজিম ফোন আলাপে সাংবাদিককে বিভিন্ন ধরনের হুমকি অবান্চিত তার মুখের ভাষায় হতভাগ। এ ঘটনা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে বিষয় আলোচনা করা হয়। আলোচনা শেষে তারা এ ঘটনা কোন কিছু একটা করবেন বলে আশ্বাস দেন। কমিটির নেতৃবৃন্দ কাছে সঠিক বিচার না পেয়ে তারা চুপ চাপ নিরবতা পালন করেন। এরি সুযোগে ভাটার মালিকের ভাগনে আজিম ও সহযোগীরা ফোন আলাপে হুমকি অব্যাহত রয়েছে। এ ঘটনা সংবাদ পেয়ে জামজামির ইউপি সদস্য আইয়ুব আলী মেয়ের বাড়িতে আসে এবং তার কাছে জানতে চাইলে তিনি বলেন, কয়েক মাস আগে মেয়ের বাড়ির সামনে আজিম তার ভাটার শ্রমিক নিয়ে পাটি বসিয়ে বক্স বাজিয়ে এলাকার মেয়ে ছেলে নিয়ে সেখানে নাচানাচি অনুষ্ঠান আয়োজন করা হয়। কিন্তু সমাজের চোখে তা গ্রহণ যোগ্য নয় বলে জানান। কিন্তু তার বলার ও প্রতিবাদ করার সাহস রাখে না। এ দিকে বাজুয়া ডাঙা ইউপি সদস্য গফুর হোসনে কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আমি শুনেছি প্রয়োজন হলে আইনের ব্যবস্থা গ্রহণ করবো। এ ঘটনা এলাকাবাসী তদন্ত পূর্বক প্রশাসনের আশুহস্তক্ষেপ কামনা করেন। সংবাদ চলমান......
এম ওয়াজেদ আলী, মণিরামপুর কুয়াদা (যশোর) প্রতিনিধি।। ০১৭৫৯৭৪৬০২১

আপনার মূল্যবান মতামত দিন: