যশোরে লাউয়ের চারা পুতাকে কেন্দ্র করে মারপিটে জখম, থানা পুলিশ পরিদর্শণ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৭ জানুয়ারী ২০২১ ১২:৪২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ জানুয়ারী ২০২১ ১২:৪২

ছবি সমসাময়িক
  বিশেষ প্রতিনিধি।। যশোর সদর উপজেলা রামনগর ইউনিয়ন কামাল পুর গ্রামের মৃত মফিজ উদ্দিনের ৪ ছেলে ৩ মেয়ে ও স্ত্রী রেখে তিনি দীর্ঘ দিন অাগে মারা জান। তার স্ত্রী তার ৪ ছেলে ও ৩ মেয়েকে প্রত্যককে ৭ শতক ৩০ পয়েন্ট করে জমি ভাগ করে দিয়েছন। জানা যায় শনিবার সকালে হঠাৎ তার বড় ছেলে কবির ছোট ভাইের বউ ফতেমা বেগমকে লাউয়ের চারা রোপণ করাকে কেন্দ্র করে ভাসুর কবির ছোট ভাই'র স্ত্রীকে অকথ্য ভাষায় গালি গালাচ করে এরই জের ধরে তার স্বামী মাসুদ এ বিষয় নিয়ে জিজ্ঞেসা করতে গেলে তখন বড় ভাই কবির ছোট ভাই অালামিন ভাগ্নে রমজান বোন কুলছুম ও তার মা রিজিয়া বেগম একত্রে মিলে রাত অানুমানিক ১০টার সময় মাসুদ ও তার স্ত্রীকে বেধড়ক মারধর করে ও জখমের স্বীকার হয়। তবে উভয় পক্ষই মধ্যে মারাত্মক জখম হয়। তবে ঐ রাত মারামারির ঘটনায় মা রিজিয়া বেগম, তার মেঝ ছেলে ও তার স্ত্রী মারাত্মক ভাবে জখমের স্বীকার হয় এবং ঘরে থাকার জিনিয পত্র ভাংচুর ঘটনা ঘটে। এ ঘটনা সংবাদ পেয়ে যশোর কোতোয়ালি মডেল থানার এস অাই অনুপম ফোর্সসহ নিয়ে ঘটনার স্থান পরিদর্শন করেন এবং রবিবারের দিন থানার হাজির হওয়ার জন্য দিন ধায্য করে, এবং ঘটনা স্থান ত্যাগ করে চলে যান। এ বিষয় এলাকাবাসী জানান গতবছর নিজেদের পরিবারের মধ্যে জমি সংক্রান্ত বিষয় নিয়ে পরিবারের মধ্যে দুই দল হয়ে পড়লে হাতাহাতি মারামারি দেশি অস্ত্র দিয়ে প্রথম দল তার মা রিজিয়া বেগম বোন কুলছুম বড় ভাই কবির ছোট ভাই অালামিন ভাগ্নে রমজান অালী মিলে মেঝ ভাই মাসুদ ও সেঝ ভাই মিজান ও মেঝ ভাইয়ে স্ত্রীকে দেশি অস্ত্র ও লাঠি লোহার রড দিয়া বধড়ক মারপিট করে মারাত্মক জখম করা হয়। এরই মধ্যে মিজানের মাথায় দেশি অস্ত্র হাসুয়া দিয়ে তার মাথায় সজোরে অাঘাত করে। এ বিষয় রামনগর ইউনিয়ন অভিযোগ করা হয়। পরে ঐ পরিবারের মধ্যে দুই দল একত্রে হয়ে তা মিমাংসা করে দেওয়া হয়েছিল। শনিবার রাতে এই মারামারি একই পরিবারের মধ্যে জখম হওয়ার ঘটনায় দুই দলের মধ্যে অাতংকের বিরাজ করছে যে কোন সময় বড় ধরনের র্দুঘটনা ঘটতে পারে বলে এলাকাবাসি জানান। এ বিষয় এলাকাবাসী প্রশাসনের অাশু হস্তক্ষেপ কামনা করেন।


আপনার মূল্যবান মতামত দিন: