
এম ওয়াজেদ আলী কুয়াদা (যশোর) প্রতিনিধি।।
যশোর সদর উপজেলা রামনগর ইউনিয়নে সতীঘাটা অঞ্চলে ধুমধামছে প্রকাশে গাঁজা ও বিভিন্ন ধরনের নেশা দ্রব্য বিক্রয় করা হচ্ছে। সতীঘাটা বাজার ও তার অাশে পাশে এই গাঁজা ক্রয়-বিক্রয় করা হয় যার দেখার কেউ নেই?
জানা যায়, রামনগর সতীঘাটা অঞ্চলে দীর্ঘ দিন যাবত ধরে কিছু অসাধু ব্যবসায়ীরা প্রকাশে বাজারের অাশেপাশে গাঁজা বিক্রয় করছে। এতে এলাকার যুবকেরা নেশায় দিকে ঢলে পড়ছে। এলাকাবাসী জানান, সতীঘাটা কামালপুর ও সতীঘাটা পুরাতন বাজারে সকাল থেকে রাত অানুমানিক ১১টা পর্যন্ত এ মাদক ক্রয় বিক্রয় করা হয়। গাঁজার ব্যবসায়িকরা দিনে রাতে বাজারে প্রকাশে ধুমধামছে তারা গাঁজা বিক্রয় করছে। এ বিষয় এলাকাবাসী নিষেধ করলেও তারা কোন কিছু তোক্কা না করে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে এলাকার সচেতনমহলে এইসব মাদকদ্রব্য ধ্বংসকরণ কার্যক্রম নিয়ন্ত্রণ করতে পারছেন না। তারা তাদের কার্যক্রম দেখার ছাড়া কোনো কথা বলার সাহস পাই না। তারা প্রথমে নিজের সন্তানের ও নিজের কথায় ভাবেন। এ দিকে সতীঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ও শ্মশানে প্রতিনিয়ত গাঁজা বিক্রয় ও গাঁজা সেবনের দেদারছে চলছে। এ দিকে কামাল পুর খরিচাডাঙ্গা গ্রামের খেজুরের তাড়ি বিক্রয় করা হচ্ছে। এ গুলো এলাকার কিছু অসাধু ব্যক্তির কারণে এ অঞ্চলে মাদকের সয়লাব হচ্ছে। বর্তমান বাংলাদেশে মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ রোগের কারণে দেশে বিভিন্ন অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে শিক্ষার্থীরা মাদকের উপর ঝুঁকে পড়ছে তাদের অবিভাবকেরা নিজের সন্তানদেরকে নিয়ন্ত্রণ করতে পারছেন না। তারা তাদের সন্তানদের নিয়ে সারাদিন র্দূচিন্তায় ভুগছেন। নাম না বলতে ইচ্ছুক এক ব্যক্তি বলেন , গাঁজার ব্যবসায়িকরা তারা নিজের ক্ষমতার বলে এলাকায় মাদক ক্রয় বিক্রয় করতে পারে না। তবে এলাকায় কিছু অসাধু ব্যক্তির ক্ষমতা ও দাপটের কারণে এ অঞ্চলে মাদক ক্রয় বিক্রয় করা হচ্ছে বলে জানান।যশোরের বিভিন্ন জায়গায় মাদকের অভিযান অব্যাহত থাকলে ও সতীঘাটা অঞ্চলে তেমন দেখা যায় না। এ বিষয় এলাকাবাসী উর্ধতন কর্মকর্তার নিকট সঠিক ব্যবস্থার জন্যে জোর দাবী জানান।

আপনার মূল্যবান মতামত দিন: