কুমারখালীতে ক্রয় কৃত জমি দখলের চেষ্টা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২ জানুয়ারী ২০২১ ১৭:২৮

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২ জানুয়ারী ২০২১ ১৭:২৮

ছবি সমসাময়িক
  কুষ্টিয়া প্রতিনিধি।। কুমারখালী উপজেলা শিলাইদহ মাছগ্ৰামে ক্রয় কৃত সম্পত্তি দখলের চেষ্টা অভিযোগ উঠেছে। স্বপন শেখ জানান, আমার মা মোছাঃ ছবিরন নেছা নামে ১৬/১০/৮৯ ইং তারিখে দলিল নং ৬৩৬৪ মাজগ্ৰাম মৌজার ৫৩৮ দাগ নং ১২ শতাংশ জমি কেনা হয়। কিন্তু তরুণ শেখ ও আরিফ শেখ পিতা- কাদের আলী সাং-গ্ৰাম মাছগ্ৰাম ক্রয় কৃত জমি তে বালি দিয়ে ভরাট করতে গেলে তরুণ ও তার লোকজন বাধাদেয়। এবং আমাদের প্রাণ নাশের হুমকি দেয় এবং আমাদের জমি তরুণদের বলে জানান। এই বিষয়ে তরুণ শেখ বলেন, এই জমি আমাদের কাছে বাইনামা করে ২০ হাজার টাকা নেয় আজমত আলী ১৯৯৬ সালে। এই নিয়ে মামলা চলমান রয়েছে' আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।


আপনার মূল্যবান মতামত দিন: