
এম ওয়াজেদ আলী কুয়াদা (যশোর) প্রতিনিধি।।
যশোর সদরের রামনগর ইউনিয়নের ০৪ ওয়ার্ডে ভাট পাড়া দাখিল মাদ্রাসার নামের ধান চাষাবাদ করার জমির থেকে মাটি কেটে তা বিভিন্ন জায়গায় বিক্রি করার অভিযোগ উঠেছে। জানা যায় রামনগরে ভাটপাড়া দাখিল মাদ্রাসার কমিটি ও শিক্ষক ২০০৪ সালে তোলাগোলদার গ্রামের মৃত অাব্দুল জলিলের কাছ থেকে ভাটপাড়া মৌজা মাদ্রাসার সংলগ্নে ধানের জমি মাদ্রাসার কমিটি ও শিক্ষকরা ৩১ শতক জমি ক্রয় করে। তবে এই ৩১ শতকের জমির শরীক ১০ জন কিন্তু ৬ জন শরীকের মালিক ঐ জমি বাকী ৪ জনের অজানতে মাদ্রাসার কাছে বিক্রি করে দেয়। চারজন শরীকের মধ্যে একজন শরীক ইউছুপ অালী ঐ জমি মধ্যে ০,০৮৩ অংশ দাবী করে আসছে। ইউছুপ অালী দীর্ঘ দিন যাবত মাদ্রাসার শিক্ষক ও কমিটির নিকট দাবী করে আসছে। তখন মাদ্রাসার কর্তৃপক্ষ কে তার ০,০৮৩ অংশ সঠিকভাবে বুঝিয়া দিবে বলে অাশ্বাস দেন। শরীকদের সাথে দীর্ঘ দিন যাবত অাশ্বাস দেবার পর হঠাৎ ডিসেম্বর মাসে মাদ্রাসার শিক্ষক সাইদুল রহমান ও কমিটির সদস্য ওয়াজেদ আলী ঐ জমি শরীককে না জানিয়ে অভিনব কায়দায় জোর করে জমি খন্ন করে মাটি কেটে বিক্রি করার দুই তিন পর হঠাৎ জানতে পারে শরীকরা তখন তারা বাঁধা সৃষ্টি করলে জমি থেকে মাটি কাটা বন্ধ করে দেয়। এ দিকে জমির শরীক ইউছুপ অালী জানান অামাকে না জানিয়ে কেন মাদ্রাসার কর্তৃপক্ষ অামার চাষাবাদ করার জমির মাটি কেটে কেন বিক্রি করল। এ বিষয় এলাকাবাসী জানান, সরকারী কোন নিয়মনীতি তোক্কা না করে কি ভাবে নিজের ক্ষমতা বলে ঐ জমি খন্ন করে মাটি কেটে বিক্রি করল,এর খুটির জোর কোথায়। এ দিকে এলাকায় মাদ্রাসা ও শরীকদের অালোচনা সমালোচনা ঝড় বইছে। এ বিষয় জমির শরীক ইউছুপ অালী জানান অামার জমির অংশ অামাকে সঠিকভাবে বুঝিয়া না দিয়ে মাদ্রাসার কর্তৃপক্ষ কেন অামার চাষি জমির মাটি কেটে বিক্রি করল। এ বিষয় জমির শরীক ইউছুপ অালী প্রশাসনের উদ্ধতর কতৃপক্ষের অাশু হস্তক্ষেপ কামনা করেন।

আপনার মূল্যবান মতামত দিন: